ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাহসিকতায় স্বীকৃতি পেলেন ভারতীয় নারী

প্রকাশিত: ১৯:৫৪, ২৪ নভেম্বর ২০১৬

সাহসিকতায় স্বীকৃতি পেলেন ভারতীয় নারী

অনলাইন ডেস্ক॥ ভারতের রাধিকা মেনন সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করে সম্প্রতি গণমাধ্যমে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। তার অসামান্য সাহসিকতাকে শ্রদ্ধা জানাল লন্ডনের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)। গত মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে রাধিকার হাতে তুলে দেওয়া হয় আন্তর্জাতিক সাহসিকতার পুরস্কারটি। ঠিক কোন সাহসিকতার পরিচয় দিয়ে এমন বিরল সম্মান জিতে নিলেন এই ভারতীয় নারী? জানা যায়, গত বছর বঙ্গোপসাগরে নৌকোডুবির শিকার হয়েছিলেন একদল মৎস্যজীবী। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে সাতজন মৎস্যজীবীর প্রাণ বাঁচিয়ে ছিলেন রাধিকা। আর সেই কারণে আইএমও-র পক্ষ প্রথম কোন ভারতীয় নারীকে এই সম্মান দেওয়া হল। তার এই পুরস্কার ভবিষ্যতে নারীদের আরও সাহসী পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আশা লন্ডনের সংস্থাটির।
×