ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৮:২৭, ২৪ নভেম্বর ২০১৬

পাকিস্তানে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন

বাংলাদেশের ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরিন হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসর। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। পাকিস্তান বিমানবাহিনীর সি-ফোরআইরে মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ জাহিদ মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন করা হয়। একটি সুশৃঙ্খল পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে মজবুত ভিত্তি রচনার জন্য শ্রদ্ধার সঙ্গে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। অনুষ্ঠানে হাইকমিশনার তারিক আহসান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটা হয়। প্রধান অতিথি, বাংলাদেশের হাইকমিশনারসহ সার্ক দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কেক কাটায় অংশগ্রহণ করেন।
×