ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যায্য ক্ষতিপূরণের অনুদান সংগ্রহে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান টিআইবির

প্রকাশিত: ০৮:২৬, ২৪ নভেম্বর ২০১৬

ন্যায্য ক্ষতিপূরণের অনুদান সংগ্রহে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান টিআইবির

স্টাফ রিপোর্টার ॥ জলবায়ু অর্থায়নে বিশ্বব্যাংক ও এডিবিসহ আন্তর্জাতিক অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠানের চাপ বা কৌশল অবজ্ঞা করে বাংলাদেশের ন্যায্য প্রাপ্য ক্ষতিপূরণ বাবদ অনুদান সংগ্রহে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার টিআইবি কার্যালয়ে মারাকেশে কপ-২২ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি প্রতিনিধি জাকির হোসেন খান। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ঋণের পরিবর্তে উন্নত বিশ্বের প্রতিশ্রুত অনুদানের অধিকার আদায়ে সরকারকে আন্তর্জাতিক পরিম-লে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বব্যাংক ও এডিবিসহ আন্তর্জাতিক অর্থ সহায়তকারী প্রতিষ্ঠান জলবায়ু তহবিলকে লাভজনক ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। সম্ভাব্য সর্বনিম্ন সুদ ও সর্বোচ্চ রেয়াতি সুবিধার মাধ্যমে এ ধরনের ঋণ প্রদান করা হলেও ঋণ ও সুদ বাবদ অতিরিক্ত বোঝা জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষকে বহন করতে হবে। এটা কখনই কাম্য হতে পারে না। বরং গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) মতো উৎস থেকে বাংলাদেশের অনুদান প্রাপ্তিতে এসব প্রতিষ্ঠান সহায়তা করতে পারে।
×