ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ এশিয়া বিচার বিভাগীয় সম্মেলন

প্রকাশিত: ০৭:২৮, ২৪ নভেম্বর ২০১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ এশিয়া বিচার বিভাগীয় সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দক্ষিণ এশিয়া বিচার বিভাগীয় সম্মেলন শুক্র ও শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সুপ্রীমকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ সাব্বির ফয়েজ বলেন, বাংলাদেশ সুপ্রীমকোর্ট ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সমন্বিতভাবে প্রথমবারের মতো বাংলাদেশে এ আয়োজন করছে। ‘সাউথ এশিয়ান জুডিসিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট এ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলন ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিচারপতিগণ ছাড়াও সম্মেলনে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সরকারী ও বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। মোঃ সাব্বির ফয়েজ আরও জানান, আফগানিস্তানের প্রধান বিচারপতি সাইদ ইউসুফ হালিম, ভুটানের প্রধান বিচারপতি লিওনপোশেরিনওয়াংচুক, নেপালের প্রধান বিচারপতি সুশীলা কারকি, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি কে শ্রিপাভান এবং মিয়ানমারের প্রধান বিচারপতি ইউ তুনহতুনও অংশ নেবেন।
×