ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষুদে গানরাজের বরিশাল বিভাগের অডিশন

প্রকাশিত: ০৬:২৮, ২৪ নভেম্বর ২০১৬

ক্ষুদে গানরাজের বরিশাল বিভাগের অডিশন

সংস্কৃতি ডেস্ক ॥ ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬’ প্রতিযোগিতার বরিশাল বিভাগের প্রাথমিক অডিশন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগের রেজিস্ট্রেশনকৃত ক্ষুদে শিল্পীদের ওইদিন সকাল ৯ টায় বরিশালের হেমায়েত উদ্দিন সড়কের আছমত আলী খান (এ. কে.) ইনস্টিটিউট প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এছাড়া যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা অডিশনের দিন রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের বয়সসীমা ১২ বছরের মধ্যে হতে হবে। আগামী ২৮ নবেম্বর ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭-৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। এ প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস আই টুটুল। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন মীম চৌধুরী। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
×