ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলে গেলেন অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু

প্রকাশিত: ০৬:২৭, ২৪ নভেম্বর ২০১৬

চলে গেলেন অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিশিষ্ট অভিনেতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক সহকারী পরিচালক গোলাম হাবিবুর রহমান মধু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। হৃদরোগজনিত কারণে মঙ্গলবার রাত ১২-৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীণ এ অভিনেতার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার শান্তি কামনা করছেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা। এদিকে গতকাল বুধবার মরহুমের প্রথম জানাজা আদাবর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ বিএফডিসিতে নেয়া হয়। তারপর তার দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল শিল্পকলায় নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার লাশ সমাহিত করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালে প্রথম হার্ট এ্যাটাক হয়েছিল গোলাম হাবিবুর রহমান মধুর। তারপর বিপদ কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন এই অভিনেতা। কিন্তু মঙ্গলবার রাতে বুকে প্রচ- ব্যথা অনুভব হলে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ওয়ার্ড থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। মধুদা হিসেবে পরিচিত গোলাম হাবিবুর রহমান মধু মঞ্চের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন। মাত্র ১৮ বছর বয়সে রাজশাহীতে মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মধু। ১৯৬২ সালে বেতারে কাজ শুরু করেন তিনি। ১৯৬৯ সালে টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত হন মধু। মঞ্চের সঙ্গে প্রবীণ এই অভিনেতার দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও বেশ কিছুদিন ধরে এ অঙ্গনে দেখা যায়নি তাকে। তবে অভিনেতা হিসেবে মঞ্চ, টিভি ও অসংখ্য বেতার নাটকে অভিনয় করেন তিনি। বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘স্মাগলার’, ‘পেনশন’, ‘বর্তমান’, ‘সন্তান যখন শত্রু, ‘চন্দ্রনাথ’ অন্যতম।
×