ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাস্ত্রীয় নৃত্য চর্চা বেড়েছে ॥ শর্মিলা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত: ০৬:২৬, ২৪ নভেম্বর ২০১৬

শাস্ত্রীয় নৃত্য চর্চা বেড়েছে ॥ শর্মিলা বন্দ্যোপাধ্যায়

ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্স বাংলাদেশ কেন্দ্রর সভাপতি ও ছায়ানটের নৃত্যশিক্ষক শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের আজ উদ্বোধনী সন্ধ্যায় তিনি ও তার দল নৃত্যনন্দন পরিবেশন করবে ‘রবি করোজ্জ্বল নৃত্যমালিকা’ শীর্ষক দলীয় নৃত্য। এ নিয়ে গুণী এ নৃত্যশিল্পীর সঙ্গে কথা হয়। আজকের পরিবেশনা নিয়ে বলুন। শর্মিলা বন্দ্যোপাধ্যায়: রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পের অপরাপর মাধ্যমের মতো নৃত্যকেও দেখতে পেয়েছিলেন জীবনের সমগ্রতায়। রবীন্দ্রজীবনচেতনা ও বাঙালিত্বের স্বরূপ-সাধনা উৎসারিত বাঙালির নৃত্যরূপ অনুধাবন ও চর্চায় ব্রতী ‘নৃত্যনন্দন’। নৃত্যশৈলীর নানা ধারা রবীন্দ্রনাথে এসে মিলেছিল যে মোহনায় তার উৎস ও পরম্পরা দিয়ে গাঁথা হয়েছে উদ্বোধনী সন্ধ্যার পরিবেশনা, ‘রবি-করোজ্জ্বল নৃত্যমালিকা’। প্রদীপের আলোক ছড়ানো দিয়ে শুরু হবে এ নৃত্য। এতে থাকবে রবীন্দ্রনাথের মূল ও ভাঙ্গা গান নিয়ে নৃত্য। এতে আরও থাকবে মনিপুরী, ভরতনাট্যম, ওড়িশী, কত্থক নৃত্য। এত বড় আয়োজনে আপনি এবং আপনার দল অংশ নিচ্ছে অনুভূতি কেমন? শর্মিলা বন্দ্যোপাধ্যায়: অসম্ভব এক ভাললাগা কাজ করছে নিজের ভেতরে। ভবিষ্যৎ প্রজন্ম এ ধরনের একটা প্লাটফর্মে অংশ নিতে পারছে এটা তাদের জন্যও বড় এক পাওয়া। তারা এর মাধ্যমে ভবিষ্যত নৃত্য স্বপ্ন দেখবে। এ উৎসব আামাদের দেশীয় নৃত্যে কি প্রভাব ফেলবে? শর্মিলা বন্দ্যোপাধ্যায়: আগেই বলেছি, নতুনরা নৃত্য নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে। নাচ শিখতে উৎসাহিত হবে। আমাদের দেশে শাস্ত্রীয় নৃত্যের বর্তমান অবস্থা বলুন। শর্মিলা বন্দ্যোপাধ্যায়: আগের তুলনায় শাস্ত্রীয় নৃত্যের চর্চা অনেক বেড়েছে। দেশের অনেকই ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং ছাত্র-ছাত্রীদের সেই আঙ্গিকে প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা ছায়ানট থেকেও নতুনদের মধ্যে শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে আরও বেশি প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করছি। এই নৃত্য প্রশিক্ষণ শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে। যার ফলে ভাল ভাল নৃত্যশিল্পী তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথের গানে রিমেক করে নৃত্যে ব্যবহার সম্পর্কে আপনার অভিমত কী? শর্মিলা বন্দ্যোপাধ্যায়: অনেক ক্ষেত্রে আমরাও ইউরোপিয়ান ভঙ্গিতে রবীন্দ্রনাথের গান-কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেছি। আমরা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে অনেক ক্ষেত্রে বিদেশি মুভমেন্ট ব্যাবহার করেছি। কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে নয়। নৃত্যকে এগিয়ে নিতে করণীয় কী? শর্মিলা বন্দ্যোপাধ্যায়: নিয়মিত চর্চা এবং শুদ্ধতা বজায় রেখে নৃত্যকে এগিয়ে নিতে হবে। শুদ্ধতা যত দেখাতে পারবে অশুদ্ধতা ততই বিলিন হয়ে যাবে। আমি আইটিআই কমিটি বাংলাদেশ কেন্দ্রর কনভেনার। আমরা ভারত থেকে অনেক শিল্পীকে এনে নৃত্যের কর্মশালা করেছি। নাচকে উন্নত করতে কর্মশালা অপরিহার্য। সঠিকভাবে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করা না গেলে নাচের আসল রূপ ফুটে ওঠে না। নাচ হলো শরীরের ভাষা। -গৌতম পাণ্ডে
×