ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

যুক্তরাষ্ট্রে ফ্যাসিস্টের স্থান নেই

প্রকাশিত: ০৬:২৪, ২৪ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে ফ্যাসিস্টের স্থান নেই

নতুন প্রজন্মের কারও কাছে যদি জিজ্ঞেস করা হয় গান ভাল বাসেন, তবে সবাই এক বাক্যে বলবে হ্যাঁ। গান ভাল বাসেন না এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। আর এখনকার তরুণ প্রজন্মের সবাই কম বেশি খোঁজ-খবর রাখেন দেশ তথা দেশের বাইরের সঙ্গীতঅঙ্গনের। সেসব সঙ্গীতপ্রেমীদের চোখ পড়ে থাকে আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ডের দিকে। গত ২০ নবেম্বর হয়ে গেল জমকালো ৪৪তম আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ড অনুষ্ঠান। জমকালো এ অনুষ্ঠানে জড়ো হয়েছিল মার্কিন সঙ্গীত অঙ্গনের সকলেই। এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা পপ গায়িকার পুরস্কার পেয়েছেন মার্কিন পপতারকা সেলেনা গোমেজ। মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকায় বেশ কিছুদিন সঙ্গীতের বাইরে ছিলেন ২৪ বছর বয়সী এ মার্কিন গায়িকা। এর পরও ভক্তদের এমন সমর্থন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, আমার একটু বিরতি দরকার ছিল। জীবনের ভাল-মন্দ অনেক কিছুই আপনারা জানেন। আমার সব ঠিক থাকলেও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি। এ জন্যই খানিক অবসর নিতে হয়েছে। রাতের গভীরতা বারার সঙ্গে সঙ্গে মানুষের উন্মাদনা আরও বেড়ে গিয়েছিল লস এ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটার। গ্রীন ডে যখন মঞ্চে উঠে তখন উচ্ছ্বাসে মেতে ওঠে সবাই। নতুন মার্কিন প্রেসিডেন্টের বিরোধিতা করে প্রথম কথা বলে ব্যান্ড ‘গ্রীন ডে’, ‘নো ট্রাম্প, কোন বৈষম্যকারীকে চাই না, যুক্তরাষ্ট্রে ফ্যাসিস্টের স্থান নেই।’ দুই উপস্থাপক সুপারমডেল গিগি হাডিড ও কমেডিয়ান জে ফারোও পুরো অনুষ্ঠানেই ট্রাম্পকে নিয়ে কৌতুকে মেতে থাকেন। কোন বক্তব্য না দিলেও উপস্থিত গায়িকা লেডি গাগা হাততালি দিয়ে ট্রাম্পবিরোধী বক্তব্য সমর্থন করেন। আমেরিকান রক ব্যান্ড গ্রীন ডের জন্ম ১৯৮৭ সালে। গ্রীন ডে যাত্রা শুরু করে ভোকাল এবং গিটারিস্ট বিলি জয় আর্মস্ট্রংয়ের হাত ধরে। গ্রীন ডের প্রথম এ্যালবাম প্রকাশ হয় ১৯৮৯ সালে। বিশ্বনন্দিত এই ব্যান্ডটির প্রথম এ্যালবামের নাম ছিল ওয়ান থাউসেন্ড আওয়ার। প্রথম এ্যালবাম প্রকাশের পর পরই গ্রীন ডে শুরু করে তাদের রোড কনসার্ট। ক্যালিফোর্নিয়ার আনাচে-কানাচে অসংখ্য কনসার্ট করে ক্যালিফোর্নিয়ারসহ আমেরিকার মানুষের চোখের মণি হয়ে ওঠে গ্রীন ডে। তারপর ১৯৯২ সালে প্রকাশ হয় তাদের দ্বিতীয় এ্যালবাম ‘কারপ্লাঙ্ক। এরপর আবার দুই বছরের বিরতি। এরপর ১৯৯৪ সালে প্রকাশ পায় গ্রীন ডে আর সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় এ্যালবাম ‘ডুকি’। এই একটি মাত্র এ্যালবামের কারণে গ্রীন ডের ভাগ্যই সম্পূর্ণ বদলে যায়। ‘ডুকি’ এ্যালবামটি এতই বেশি জনপ্রিয় হয় যে, শুধু আমেরিকাতেই ১০ মিলিয়নের বেশি বিক্রি হয় এ্যালবামটি।
×