ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’

প্রকাশিত: ০৬:২৩, ২৪ নভেম্বর ২০১৬

‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’

সারা পৃথিবীর সিনেমাপ্রেমীদের কম বেশি নজর থাকে বলিউডের দিকে। কখন কোন্ ছবি মুক্তি পাচ্ছে কিংবা কি বিষয় নিয়ে সরগরম হচ্ছে ফিল্মপাড়া। সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনা আনন্দকণ্ঠের পাঠকদের সামনে তুলে ধরেছেন -দিনেশ মাহাতো রেখা। বলিউড টিনসেল দুনিয়ার চিররহস্যময়ী। তার জীবনের খুঁটিনাটি নিয়ে বহু লেখালেখির পরও সম্প্রতি প্রকাশিত হলো আরও একটি বই ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’। তারকাদের বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ ব্যাপক। আর বলিউড হলে তো কথাই নেয়। তাদের প্রেম-পরিণয়, পোশাক-আশাক, খাওয়া-দাওয়া, নতুন নতুন স্টাইল সব কিছুই তাদের ভক্তরা অনুসরণ করে থাকেন। হালের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা, প্রিয়াংকা, বিপাশা, আনুশকা, কারিনাদের যুগে আজও প্রাসঙ্গিক রেখা। কি থাকছে তার নতুন বইয়ে পাঠকের আগ্রহের শেষ নেই। সম্প্রতি প্রকাশিত বইটির প্রায় আশি শতাংশ, নানা সময়ে প্রকাশিত নানা জনের উদ্ধৃতিমাত্র। এমন একটি বইকে তা হলে ‘আনটোল্ড স্টোরি’ বলা যায় কিনা, সেটা নিয়েও নানা মহলে আলোচনা হচ্ছে। কেননা রেখা খোলা হাতে বিলোতেন তাঁর জীবনের ঘটনাপঞ্জি। তাঁর প্রেম, রাগ, অভিমান, আনন্দ, অপমান বা পাল্টা দেয়ার গল্প। অনেক মহলের ধারণা, যতটা না সত্যি, তার চেয়ে খানিক বেশিই বিলাতেন রেখা। সুতরাং তাঁর জীবনের বেশিরভাগ ঘটনায় মোটামুটি জানা সকলের। তাঁর সামাজিকভাবে গ্রহণ করা স্বামী মুকেশের আত্মহত্যাই হোক বা অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর বহুচর্চিত সর্ম্পক, বা একই পুরুষের জন্য অমিতাভ- জায়া জয়ার সঙ্গে তাঁর ‘স্ত্রী বনাম সখী’র আদি রেষারেষির গল্প। তাহলে নতুন কিইবা থাকছে তাঁর এই বইটিতে। তবে নাম যেহেতু ‘না বলা’ সেখানে পাঠক নতুন কিছু তো পাবেনই। এই বই থেকেই পাঠক রেখার সব অজানা কথা জেনে যাবেন এমনটা কিন্তু নয়। কেননা ‘আনটোল্ড’ দাবি করেও কত কিছু যে ‘আনটোল্ড‘ থেকে যায় জীবনে! মুক্তি পেল ‘২.০’-এর ‘ফাস্ট লুক’ সুপারস্টার রজনীকান্তের ‘রোবট’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল ২০১০ সালে। ২০১৭-এ মুক্তি পেতে চলেছে সেই ছবিটির সিক্যুয়েল ‘২.০’। পরিচালক এস শঙ্করের এই ছবিটির একটি পোস্টার কদিন আগেই সামনে এসেছে। ছবির পোস্টারে রজনীকান্ত অনুপস্থিত ! কেন পোস্টারে রজনীকান্ত নেই তার উত্তর পাওয়া গেল গত রবিবার, ২০ নভেম্বর। ‘২.০’ তে রজনীকান্ত তো আছেনই, তার সঙ্গেই এ ছবিটির নতুন চমক এবং বিশেষ আকর্ষণ ‘বলিউডের জ্যাকি চ্যান’ অক্ষয় কুমার। এ ছবিতে রজনীকান্তের প্রধান প্রতিদ্বন্দ¦ী তিনিই। কারণ, ছবির ভিলেন অক্ষয় কুমার। গত রবিবর ছবিটির ‘ফাস্ট লুক’ মুক্তি পেল করণ জোহরের হাত ধরে। ‘ফাস্ট লুক’ মুক্তির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার, সালমান খানের মতো হেভিওয়েট তারকারা। ছবিটি তৈরি হয়েছে তামিল ও তেলেগু ভাষায়। হিন্দী ডাবিংয়ের কাজও প্রায় শেষ। ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন এ আর রহমান। এখন দেখার বিষয় আলোচিত এ ছবিটি দশর্কদের মনে কতটা সাড়া ফেলতে পারে। আলোচনায় যখন অ্যাশ-রণ ঘনিষ্ঠতা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চন এবং রণবীর কাপুরের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারে এখনও অশান্তি লেগেই আছে। এমনকি ছবিটি থেকে সেই দৃশ্যটি বাদ দেয়ার কথাও নাকি বলেছিলেন পরিচালক করণ জোহরকে। এমনকি ছবিটিতে অ্যাশের অভিনয় করা নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চন। জয়া বচ্চনও পুুত্রবধূর এমন দৃশ্যে অভিনয়ে নাখোশ। একটি অনুষ্ঠানে তিনি বলেন, আগের দিনে পরিচালকরা ছবিতে শিল্পসত্তা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবস্যা। এ্যাফেকশন এখন খোলাখুলিভাবে দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। লজ্জা বলে তো কিছুই নেই এদের মধ্যে। এ কথা থেকেই পরিষ্কার রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কোন ভাবেই মেনে নিতে পারেনি বচ্চন পরিবার তারই প্রতিফলন দেখা যায় জয়ার কথায়।
×