ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

বিদ্যা বালানের ‘কাহানি টু’

প্রকাশিত: ০৬:২৩, ২৪ নভেম্বর ২০১৬

বিদ্যা বালানের ‘কাহানি টু’

২০১২ সালে বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ যখন মুক্তি পায় তখন কেউ ধারণা করতে পারেননি বক্স অফিস কাঁপানো ব্যবসা করবে এ ছবি। এর আগে বিদ্যা বালান ‘দ্য ডার্টি পিকচার’ ছবির মাধ্যমে দারুণ বাজিমাত করেছিলেন। উদ্ভিন্নযৌবনা এক সাধারণ নতর্কী অভিনেত্রীর চিত্রনায়িকা হিসেবে উত্থানের গল্প নিয়ে আবির্ভূত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত আবেদনময় ইমেজে বিদ্যা বালানের গ্ল্যামারাস পারফরমেন্স দর্শক সহজে ভুলতে পারবে না। বলিউডের সুপার সেনসেশন হিসেবে গণ্য হচ্ছিলেন তিনি ওই সময়টাতে। তেমনি রমরমা অবস্থায় মুক্তি পায় সুজয় ঘোষ পরিচালিত সাসপেন্স থ্রিলার ধাঁচের সিনেমা ‘কাহানি’। ছবিতে নামী-দামী জনপ্রিয় তারকা বলতে একজনই ছিলেন বিদ্যা বালান। কলকাতার পটভূমিকায় আবর্তিত ছবিতে আগাগোড়া তাকে একজন প্রেগন্যান্ট নারীরূপে দেখা গেছে। ‘দ্য ডার্টি পিকচার’-এ দেখা সেক্সি ইমেজের গ্ল্যামারাস বিদ্যাকে খুঁজে পাওয়া না গেলেও বিদ্যা বাগচি নামের একজন প্রেগন্যান্ট মহিলার ভূমিকায় চ্যালেঞ্জিং অভিনয় ছিল ‘কাহানি’ ছবির প্রাণ। বলিউডে নারী প্রধান ছবির সংখ্যা খুব কম। এখানে সব ছবিতেই নায়কদের শৌর্যবীর্য দাপট প্রভাব দেখানো হয় যেখানে নায়িকারা থাকেন স্রেফ শো পিস হিসেবে। ছবির গ্ল্যামার বাড়ানো ছাড়া আর কোন কাজ থাকে না নায়িকাদের কিন্তু ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি‘, ‘ইশকিয়া’র মতো বলিউডি সিনেমায় দোর্দ- দাপটে অভিনয় করেছেন বিদ্যা বালান। তিনিই ছিলেন এসব ছবির প্রধান আকর্ষণ। এ ছবিগুলোতে বিদ্যার বিপরীতে পুরুষ চরিত্রে যাদের দেখা গেছে তাদের অনেকটা অসহায় মনে হয়েছে। ‘কাহানি’ ছবির বিরাট সাফল্যের পর পরই ছবিটির নির্মাতা সুজয় ঘোষ এর পরবর্র্তী পর্ব নির্মাণের আগ্রহ প্রকাশ করেছিলেন। সত্যজিৎ রায়ের রহস্য সিরিজ ফেলুদার অনুপ্রেরণায় বিদ্যা বাগচি চরিত্রটিকে নিয়ে একই ধাঁচের সাসপেন্স থ্রিলার নির্মাণের চিন্তাভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যদি ‘কাহানি’র সিরিজ নির্মিত হয় আগামীতে তার প্রতিটিতে মূল চরিত্র বিদ্যা বাগচির ভূমিকায় বিদ্যা বালান থাকবেন। ২০১৩ সালেই ‘কাহানি টু’ ছবির শূটিং শুরুর আয়োজন করলেও এ ছবির পরিচালক সুজয় ঘোষের সঙ্গে প্রযোজকদের নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়ায় ছবিটির নির্মাণ কাজ থেমে যায়। কিন্তু এর দু’বছর পর সজুয় ঘোষ বিদ্যা বালানকে মূল চরিত্রে কাস্ট করে প্রিপ্রোডাকশনের কাজ আরম্ভ করে দেন। ‘কাহানি টু’ নাম দিয়ে এ বছরের মার্চ মাসে ছবির শূটিং শুরু হয়। মে মাসেই যা শেষ হয়। এ ছবির মূল ভূমিকায় বিদ্যা বালানের সঙ্গে আছেন অর্জন রামপাল। এ ছাড়াও অভিনয় করেছেন যুগল হংসরাজ, টোটারায় চৌধুরী, খরাজ মুখার্জি এবং মানিনী চাড্ডা। লক্ষণীয় ব্যাপার হলো ‘কাহানি’র মতো ‘কাহানি টু’ ছবির পটভূমি কলকাতা শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এ ছবির নামকরণ করা হয়েছে ‘কাহানি টু : দুর্গা রানী সিং’। বেশ কয়েক বছর আগে বলিউডে ঐশ্বরিয়া রাইকে মূল চরিত্রে কাস্ট করে ‘দুর্গা রানী সিং’ নামে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু এ ছবির কাহিনীর সঙ্গে ‘কাহানি’র গল্প কাঠামোর অনেকটা মিল থাকায় এই প্রজেক্টটিকে ‘কাহানি’র সিক্যুয়াল হিসেবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। তবে আগের ছবি ‘কাহানি’র গল্পের সিক্যুয়াল নয় ‘কাহানি টু : দুর্গা রানী সিং’ ছবির গল্পের প্রেক্ষাপট অনেকটা একই হলেও এখানে নতুন গল্প তুলে ধরা হয়েছে। ‘কাহানি টু’-কে কোনভাবেই ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সফল ছবি ‘কাহানি’র সিক্যুয়াল বলা না গেলেও ‘কাহানি’ সিরিজের নতুন পর্ব হিসেবে গণ্য করা যায়। ইতোমধ্যে ‘কাহানি টু : দুর্গা রানী সিং’ ছবির ট্রেলার বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে দেখানোর পর থেকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। প্রিয় অভিনেত্রী বিদ্যা বালানকে আবার ‘কাহানি’ সিরিজে দেখার অপেক্ষা প্রহর গুনছেন অগণিত ভক্ত-অনুরাগী দর্শক। বিয়ের পর সুঅভিনেত্রী বিদ্যা বালান বলিউডে তার ব্যস্ততা অনেকটা কমিয়ে দিয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাঁচটি ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড। পাঁচটি স্ক্রিন এ্যাওয়ার্ড বিজয়িনী বিদ্যা বালান ভারত সরকার কর্তৃক বেসামরিক খেতাব পদ্মাশ্রী লাভ করেছেন ২০১৪ সালে। ছোট পর্দায় ‘হাম পাচ’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরুর পর বাংলা সিনেমা ‘ভাল থেকো’র মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছিল। তবে বলিউডে তার আত্মপ্রকাশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পরিণীতা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম অভিনীত ছবিতেই তিনি হিন্দী সিনেমার দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এরপর ‘লাগে রহো মুন্না ভাই; ‘হে বেবি’ ‘পা, ‘নো ওয়ান কিলড জেসিকা, ‘ইশকিয়া, ‘কিসমত কানেকশন হাল্লা বোল ভল ভালাইয়া ‘গুরু’ ‘দ্য ডার্টি পিকচার’ প্রভৃতি ছবিতে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। তার অভিনীত গত কয়েক বছরে তার অভিনীত ‘শাদি কে সাইড এফেক্টস’ ‘ববি জাসস’ ‘হামারি আধুরি কাহানি’ ছবিগুলোর ক্রমাগত ব্যর্থতা বিদ্যাকে অনেকটা অনালোকিত অবস্থানে নিয়ে গেছে। এবার ‘কাহানি টু : দুর্গা রানী সিং’ ছবিটি তাকে আবার নতুন করে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসবে বলে ধারণা করছেন সবাই। বিদ্যা নিজেও এ ছবিটির ওপর অনেকটা ভরসা করে আছেন। যে কারণে আবার অনেক দিন মনপ্রাণ ঢেলে অভিনয় করেছেন তিনি এ ছবিতে। বলিউডে নায়িকা প্রধান ছবির আকালে বিদ্যা বালান অভিনীত ‘কাহানি টু’ ছবিটে দর্শকদের ভিন্ন স্বাদ দেবে। আর এ ছবির সাফল্যে বিদ্যা বালানের ক্যারিয়ারও নতুনভাবে চাঙ্গা হবে আশা করছি।
×