ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০২, ২৪ নভেম্বর ২০১৬

টুকরো খবর

খুনীর বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৩ নবেম্বর ॥ ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামের কালিরচালায় নৃশংসভাবে আবুল হাসেম (৪৫) নামে এক ভ্যানচালক খুন হওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। বুধবার সকালে ওই গ্রামের সাধারণ লোকজন প্রায় ২ ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন। এলাকাবাসী জানান, পুলিশ আসামিদের ২ দিনের রিমান্ডে নিয়েও সন্ধান করতে পারেনি নিহতের হাত, পা বা মস্তকের । এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলাম, মেম্বার আসাদুজ্জামান দুদু, আওয়ামী লীগ নেতা আঃ আউয়াল, হারুন অর রশিদ, বাবুল, ফারুক হোসেনসহ প্রমুখ। ট্রেনের বিপুল ডিজেলসহ আটক দুই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ট্রেনের ইঞ্জিন থেকে চুরি করা বিপুল পরিমাণ ডিজেলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব রাজশাহীর চাঁপাইনববাগঞ্জে ক্যাম্পের সদস্যরা। এ সময় ৩৭০ লিটার চোরাই ডিজেল তেলও জব্দ করা হয়। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জনতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের অটক করে র‌্যাব। আটককৃতরা হলো, জনতাপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক ও মৃত সাইদুর রহমানের ছেলে পিয়ারুল ইসলাম। বুধবার র‌্যাব রাজশাহীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র দীর্ঘদিন ধরে রেলস্টেশনে অবস্থিত ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল চুরি করে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছে। এ অসাধু চক্র দমনের লক্ষে র‌্যাব রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এএসপি নূরে আলমের নেতৃত্বে গভীর রাতে জনতাপাড়ায় অভিযান চালায়। ওই সময় আজিজুল হক ও পিয়ারুল ইসলামকে আটকসহ আমনুরা রেলস্টেশনের ট্রেনের ইঞ্জিন হতে চুরিকৃত ৩৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তিন শতাধিক টেঁটা উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়ন থেকে তিন শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বালুরচর ইউনিয়নের খাসনগর গ্রামের কামার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে টেঁটাগুলো পুলিশ উদ্ধার করে। জানা গেছে, বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সী এলাকার আধিপত্য ধরে রাখার জন্য তার মোল্লাকান্দি বালুচর গ্রামের পার্শ্ববর্তী খাসনগর গ্রামের কামার মোহাম্মদ আলীকে দিয়ে টেঁটাগুলো তৈরি করান। নাশকতা ॥ জামায়াত নেতাসহ আটক দুই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাশকতার মামলায় পুঠিয়া উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেনসহ দুজন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার বানেশ^র এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানান পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ। গ্রেফতার অপর জনের নাম আব্দুস সামাদ। সে পুঠিয়া উপজেলা ছাত্র শিবিরের সদস্য। পাচারকালে ট্রাকভর্তি সরকারী গম আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পাচারের সময় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে ট্রাকভর্তি সরকারী গম আটক করেছে নগরীর রাজপাড়া থানা পুলিশ। গমগুলো পাবনার মুলাডুলি সিএসডি (সেন্ট্রাল স্টোরেজ ডিপো) গোডাউন থেকে রাজধানীর তেজগাঁওয়ের গোডাউনে যাওয়ার কথা ছিল। কিন্তু তা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এরা হলেন, ট্রাক চালক লালন উদ্দিন ও হেলপার আইনুল। ওসি আমান উল্লাহ জানান, গমের বস্তার গায়ে সিলমোহর দেখে জানতে পারি গমগুলো সরকারি। গমগুলো যাওয়ার কথা রাজধানীর তেজগাঁয়ের গোডাউনে। কিন্তু সেগুলো পাচারের জন্য উল্টোপথে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। বিদেশীদের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ২শ’ ৮৪ বিদেশী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে খনি কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী প্রচারণা’ শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম এন আওরঙ্গজেব বলেন, বড়পুকুরিয়া কয়লা খনিতে ব্রিটেন ও চীনের মোট ২শ’ ৮৪ নাগরিক কর্মরত রয়েছেন। সাম্প্রতিক জঙ্গীদের প্রধান টার্গেট বিদেশীরা হওয়ায়, এসব বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক আবুল কাসেম প্রধানীয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক মীর মোঃ আব্দুল হান্নান, এলাকাবাসীর পক্ষে মমতাজ আলী, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম প্রমুখ। মুক্তিযোদ্ধাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে আওয়ামী লীগ অফিসে ডেকে নিয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। মঙ্গলবার রাতে আহত মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আরও একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। বুধবার এ ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার না করা হলে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের আল্টিমেটাম দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধীর বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৩ নবেম্বর ॥ শিবালয় উপজেলার পয়লা মালুচী গ্রামের রাজাকার তারা মিয়ার পুত্র যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, অগ্নিসংযোগকারী, হত্যাকারী হারুন-অর-রশিদ হেনা ও মীরপুর গ্রামের মহীউদ্দীনের দায়ের করা বন্দে আলীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও রাজাকার হেনা মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিবালয় থানার তেওতা ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে তেওতা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান সেন্টু, শিবালয় উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, সুফিল মিয়া, ডাঃ সাইফুল ইসলামসহ স্থানীয় অনেকে। হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৩ নবেম্বর ॥ মেয়ের উত্ত্যক্তকারীদের হাতে নিহত পিতা বিল্লাল হোসেন হত্যা মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে এ হত্যা মামলায় প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার হলো। মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বুধবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল রাজবাড়ী জেলার ভবদিয়া গ্রাম থেকে বিল্লাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আশিককে গ্রেফতার করা হয়। তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২৩ নবেম্বর ॥ উপজেলার পদুয়া ইউনিয়ন হরিহর গ্রামে মঙ্গলবার গভীর রাতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিখিল দাশ (৪৫) নামে একজনের মৃত্য হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। রাঙ্গুনিয়ার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ২৫-৩০টি বন্যহাতির পাল হরিহর গ্রামে পাকা ধানক্ষেতে ঢুকে পড়ে। হাতির পালটি জমির ধানক্ষেত উজার করার পাশাপাশি গ্রামের গাছাপালা ও বসতবাড়িতে হামলা চালায়। একপর্যায়ে গ্রামবাসী হাতির পাল তাড়াতে গেলে হাতির কবলে পড়ে কয়েকজন হতাহত হয়। মারাত্মক আহত সুরেন্দ্র দাশের পুত্র নিখিল দাশ ঘটনাস্থলেই মারা যান। ভেজাল ঘিসহ আটক ২ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে অভিযান চালিয়ে ভেজাল ঘিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব রাঢীখাল গ্রামের নুরু খাঁর বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ঘি জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মারমা। জানা যায়, ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মাসুদ আনোয়ারের নেতৃত্বে র‌্যাবের একটি টিম মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব রাঢ়ীখাল গ্রামের নুরু খাঁর বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে ১শ’ ৫০ লিটার ভেজাল ঘি উদ্ধার করে। এ সময় ভেজাল ঘি তৈরির অপরাধে শ্রীনগর উপজেলার মামুন এবং ওই বাড়ির ভাড়াটিয়া বগুড়া জেলার শেরপুর উপজেলার শিমলা গ্রামের আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। পরে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামুনকে এক লাখ টাকা ও আইয়ুব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ২০ মণ জাটকাসহ কারেন্ট জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ নবেম্বর ॥ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্য বিভাগ ও নিজামপুর কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ২০ মণ জাটকা ইলিশ এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। আটককৃত জাটকা ২৮টি এতিমখানা ও হেফজখানাসহ স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার মধ্যরাতে এ পরিমাণ জাটকাসহ কারেন্ট জাল জব্দ করা হয়। তিন লাখ টাকার মালামাল লুট স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে চেতনানাশক প্রয়োগ একই পরিবারের ৫ জনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে এ ঘটনায় অচেতন ৫ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় চিতলমারী থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘনটাস্থল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কৌশলে চর শৈলদাহ গ্রামে সৌদি প্রবাসী মুকুল শেখের বাড়িতে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে মুকুলের মা শুকুরুন্নেছা, স্ত্রী শাহানারা বেগম, কন্যা মিতু আক্তার, ছেলে রমিম শেখ ও নাইম শেখ অচেতন হয়ে পড়ে। এ সুযোগে ঘরের গ্রিল কেটে দুর্বৃত্তরা ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। শিশু গুলিবিদ্ধ মামলার পরবর্তী শুনানি ২৫ জানুয়ারি নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৩ নবেম্বর ॥ মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার ৩ আসামি অব্যাহতি আবেদন করেছেন। চাঞ্চল্যকর মাগুরা পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধর ঘটনায় দায়েরকৃত মামলায় বুধবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফত হোসেনের আদালতে কারাগারে থাকা আসামি আলীর পক্ষে আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। এ মামলার ১নং আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমন, তৈয়বুর ও আইনালের পক্ষে মামলা থেকে তাদের আসামিদের অব্যাহতি আবেদন করলে আদালত ২৫ জানুয়ারি ২০১৭ অব্যাহতি শুনানির দিন ধার্য করেছেন। উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ি ভাংচুর, লুট স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শহরে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরীর বাড়িতে আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। জানা যায়, বুধবার শহরের ঘাসিপাড়া ডাবগাছ মসজিদ সংলগ্ন রাস্তায় চাউলিয়াপট্টির মতিউর রহমানের পুত্র প্লাবনসহ (২৩) একদল বখাটে ছেলে স্কুলগামী কিছু মেয়েদের ছবি ক্যামেরায় তুলে এবং অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে। এ সময় ওই এলাকার বাসিন্দা আতাউর রহমান চৌধুরীর ছেলে জোবায়ের রহমান চৌধুরী বাধা দিলে তাকেসহ তার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা। পদকপ্রাপ্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দেশের কৃষিতে বার বার অসামান্য অবদান রাখা ঈশ্বরদীর সফল ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার জিহাদুল কবির জিহাদ পিপিএমসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে বুধবার সকালে পুলিশ সুপারের সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় অংশ নেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক হাবিবুর রহমান হাবিব, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক আমিরুল ইসলাম, কৃষি ডায়েরিভুক্ত কৃষক আব্দুল জলিল কিতাব ম-ল, কৃষি ডায়েরিভুক্ত কৃষক আব্দুল বারী, সফল কৃষক হাসিবুর রহমান বাঘা বিশ্বাস, আমিনুল ইসলাম শিম বাবু, সফল কৃষাণী বেলী বেগম, কৃষক ওয়াহিদুজ্জামান রাসেল, সামসুল আলম জোয়ার্দ্দার, হাবী সরদার ও রোকনুজ্জামানসহ কৃষক উন্নয়ন সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
×