ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব সমাপ্ত

প্রকাশিত: ০৬:০০, ২৪ নভেম্বর ২০১৬

মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রায় দুই মাসব্যাপী ‘মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বুধবার আমিনুল হক মল্লিকের সঞ্চালনায় ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ১৭টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগীয় প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এর আগে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ক্রীড়া উৎসবের বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করেন ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান। ডিআরইউ ক্রীড়া উৎসবে দৈনিক জনকণ্ঠের দুটি সাফল্য অর্জিত হয়েছে। দুটোই স্পোর্টস রিপোর্টার রুমেল খানের মাধ্যমে। টেবিল টেনিসে রুমেল চ্যাম্পিয়ন হন। এছাড়া মিনি ম্যারাথনে হন তৃতীয়। গোলক নিক্ষেপে অল্পের জন্য তৃতীয় হতে পারেননি রুমেল। চতুর্থ স্থান নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। প্রিয়ক্স-চেনচোতে জয় চট্টগ্রাম আবাহনীর স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরলো চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে বুধবার তারা জয় কুড়িয়ে নিয়েছে। ২-০ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। ১০ মিনিটে ডানপ্রান্ত থেকে বারিধারার ডি-বক্সে ঢুকে উইঙ্গার জাহিদ হোসেন যে সেন্টার করেন, তা থেকে লিওনেল সেইন্ট প্রিয়ক্স গড়ানো শটে গোল করলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী (১-০)। লীগে এটা প্রিয়ক্সের সপ্তম গোল। ৫৮ মিনিটে বক্সে ঢুকে প্রিয়ক্স বাঁ পায়ের তীব্র শটে বারিধারা গোলরক্ষককে পরাস্ত করলেও বাদসাধে গোলপোস্ট। বল সেখানে লেগে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় আবাহনী। এছাড়াও প্রিয়ক্স আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। ৮৭ মিনিটে বক্সে ঢুকে কৌণিক প্লেসিং শটে বল জালে জড়ান আবাহনীর ভুটানী ফরোয়ার্ড চেনচো গেইলশেন (২-০)। এই চেনচোর গোলেই ক’দিন আগে ভুটানের কাছে হেরে তিন বছরের জন্য আন্তর্জাতিক ফুটবলে নির্বাসিত হয়েছিল বাংলাদেশ। চলতি লীগে এটাই চেনচোর প্রথম গোল।
×