ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ মুক্তিযোদ্ধা ২-০ মোহামেডান

মুক্তিযোদ্ধার দু’ধাপ উন্নতি মোহামেডানকে হারিয়ে

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ নভেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধার দু’ধাপ উন্নতি মোহামেডানকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ জিতলে দুই দলেরই সুযোগ ছিল পয়েন্ট টেবিলে দুই ধাপ উন্নতির। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে ষোড়শ রাউন্ডে বুধবারের খেলায় সেই সুযোগটি কাজে লাগিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় তারা ২-০ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ১-০ গোলে। লীগের প্রথম লেগে উভয় দলের প্রথম মোকাবেলাটি ড্র হয়েছিল ২-২ গোলে। এ জয়ে টানা চার ম্যাচ পর জয়ের মুখ দেখলো দুইবারের লীগ শিরোপাধারী মুক্তিযোদ্ধা। নিজেদের ষোড়শ ম্যাচে এটা তাদের ষষ্ঠ জয়। ২৩ পয়েন্ট নিয়ে তারা সপ্তম থেকে উঠে এলো পঞ্চম স্থানে। পেছনে ফেললো আরামবাগ এবং ব্রাদার্সকে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা রেকর্ড ১২ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের ষষ্ঠ হার। ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে আগের দশম স্থানেই। হারলেও ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ব্ল্যাক এ্যান্ড হোয়াইটরা। তাদের দলনায়ক-গিনি ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার বাড়িয়ে দেয়া বল বক্সে পেয়েও সুযোগ হাতছাড়া করেন তরুণ মিডফিল্ডার মাসুক মিয়া জনি। ৪ মিনিটে গোল করে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। মোহামেডানের ডি-বক্সের কিছুটা দূর থেকে মিডফিল্ডার সোহেল রানা যে দূরপাল্লার চমৎকার ফ্রি কিকটি নেন, তা সাদা-কালোদের রক্ষণ দেয়াল টপকে আশ্রয় নেয় জালে। অসহায় গোলরক্ষক নেহালের কোন চেষ্টাই কাজে লাগেনি (১-০)। ২০ মিনিটে প্রায় ফাঁকায় বল পেয়েও ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মুক্তিযোদ্ধার রনি। ২৩ মিনিটে বক্সে বল পেয়ে হেড নেন মুক্তির নাইজিরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা। কিন্তু বল সহজেই আয়ত্তে নেন মোহামেডানের গোলরক্ষক নেহাল। ২৫ মিনিটে বক্সের মধ্যে জটলায় বল পেয়ে হেড নেন মুক্তিযোদ্ধার সোহেল রানা। কিন্তু বল ধরে ফেলে দলকে এ যাত্রা বাঁচান নেহাল। ৩৭ মিনিটে বিপজ্জনক স্থানে ফ্রি কিক পায় মোহামেডান। বাঙ্গুরার শট মুক্তিযোদ্ধার রক্ষণ দেয়াল টপকে বক্সের ভেতর পড়লে গোলরক্ষক মামুন খান ফিস্ট করেন। ফিরতি বলে শট নেন মাসুক মিয়া জনি। তবে এবারও বল ফেরান গোলরক্ষক মামুন খান। ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে মুক্তিযোদ্ধার মুসার শট চলে যায় পোস্ট ঘেঁষে। ৬৭ মিনিটে গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়েও সুযোগ হাতছাড়া করেন বাঙ্গুরা। ৭৫ মিনিটে জনির বাড়িয়ে দেয়া বল বক্সে পান বদলি খেলোয়াড় মোহামেডানের রাশেদুল ইসলাম শুভ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল মারেন বাইরে। ইনজুরি টাইমে বক্সে বাঙ্গুরার শট আটকে দিয়ে মুক্তিযোদ্ধাকে নিশ্চিত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন। ৯৩ মিনিটে বক্সের খুব কাছেই ফ্রি কিক পায় মোহামেডান। সেনেগালের ডিফেন্ডার ইয়া ইয়া সাইয়ের শট কোন কাজেই আসেনি। ইনজুরি টাইমের শেষ মিনিটে (৯০+৪ মিনিট) রনির স্কয়ার পাসে বক্সে বল পেয়ে মোহামেডানের কফিনে হারের শেষ পেরেকটি ঠুকেন মুক্তির শফিকুল ইসলাম বিপুল (২-০)।
×