ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহিলা এশিয়া কাপ টি২০

আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ নভেম্বর ২০১৬

আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ নারী এশিয়া কাপে খেলতে আজ সকালে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একদিন বিরতি দিয়ে শনিবার ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে টুর্নামেন্টে মিশন শুরু করবে বাংলাদেশ ক্রিকেটাররা। টুর্নামেন্ট চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ নবেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। পরের দিনেই আবার নেপালের বিপক্ষে লড়াই করবে। ৩০ নবেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের লীগ পর্বের শেষ ম্যাচটি ৩ ডিসেম্বর খেলবে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ ২৬ নবেম্বর টুর্নামেন্টে খেলা শুরু করে ২৮ থেকে ৩০ নবেম্বর টানা তিনদিন তিনটি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের খেলাগুলো হবে ব্যাংককের টেরথাই ক্রিকেট মাঠে। ৪ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টি২০ ফরমেটে সব ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও আরও ৫টি দল অংশ নিচ্ছে। স্বাগতিক থাইল্যান্ডসহ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা খেলবে। সিঙ্গেল লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একবার করে লড়াই করবে। ৩ ডিসেম্বর লীগ পর্ব শেষ হবে। লীগ পর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার সেরা দুই দল ফাইনাল ম্যাচে খেলবে। এ টুর্নামেন্টে বাংলাদেশ নারী ক্রিকেট দল রুমানা আহমেদের নেতৃত্বে খেলবে। রুমানা নতুন অধিনায়ক। গত বছরের নবেম্বরে পেসার জাহানারা আলমকে বাংলাদেশ নারী দলের অধিনায়ক করা হয়েছিল। এক বছরের ব্যবধানে তাকে সরিয়ে নতুন অধিনায়ক খুঁজে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অলরাউন্ডার রুমানা আহমেদের কাঁধে তুলে দেয়া হয় অধিনায়কের দায়িত্ব। এ মাসের প্রথম সপ্তাহেই তা ঘোষণাও করা হয়। এশিয়া কাপ টি২০ দিয়েই রুমানার নেতৃত্বের মিশন শুরু হবে। এরপর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। জাতীয় দলের সর্বশেষ ম্যাচে দারুণ বোলিং করে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ইতিহাস গড়া এই অলরাউন্ডার এবার অধিনায়ক হিসেবে কেমন করেন সেটাই এখন দেখার। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন রুমানা। এশিয়া কাপে ভাল করতে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের অধীনে প্রায় একমাসের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর একাডেমি মাঠ ও কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে হয়েছে রুমানা-জাহানারা-সালমাদের প্রস্তুতি।
×