ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯ মাসের দণ্ড ॥ খাটলেন ১৮ বছর!

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ নভেম্বর ২০১৬

৯ মাসের দণ্ড ॥ খাটলেন ১৮ বছর!

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতীয় দুই নাগরিককে সেদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বেনাপোল চেকপোস্ট দিয়ে। এই দুইজনের মধ্যে একজন ১৮ বছর কারাভোগ করেন বাংলাদেশে। অথচ আদালত তাকে ৯ মাস কারাদ- দিয়েছিল। বুধবার বেলা সাড়ে ১২টায় তাদের হস্তান্তর করা হয়। এদের একজন অবৈধ পথে বাংলাদেশে অস্ত্র নিয়ে ঢুকেছিলেন। অপরজন মানসিক প্রতিবন্ধী। পথ ভুলে আসে বাংলাদেশে। ফেরত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা থানার কুমির মাটি গ্রামের হরেন্দ্রনাথের ছেলে চিত্তরঞ্জন গাইন এবং কলকাতার বি/৩০৪ গ্রিল ব্যালি হাউজিং কমপ্লেক্স কৈখালি ছিরিয়া মোড় এলাকার মৃত ড. কেদাচরণ রায়ের ছেলে ভাস্কর রায়। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল মোহিদ জানান, চিত্তরঞ্জন গাইন সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে একটি পিস্তল নিয়ে বাংলাদেশে ঢুকে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এরপর আদালত তাকে ১৯৯৯ সালে নয় মাস কারাদ-াদেশ দেন। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে থেকে যান। নানা জটিলতায় কারাগারে কেটে যায় তার জীবনের ১৮টি বছর। ভাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ নবেম্বর ॥ ভাঙ্গায় দুটি ঘটনায় পানিতে ডুবে মারা গেছে নিহার (২) ও হৃদয় হাওলাদার (৫)। বুধবার বেলা ১০টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামের সৌদী প্রবাসী নাজমুল বেপারীর একমাত্র মেয়ে নিহার খেলা করার সময় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। একই উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের কলাতলা এলাকার হাসেম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। যশোরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এক নারীকে হত্যার ঘটনায় নাজমুল হাসান নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা বুধবার বিকেলে এ আদেশ দেন। চাঁদপুরে ইলিশমেলা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৩ নবেম্বর ॥ ইলিশের স্বাদ তুলে ধরার জন্য জেলার আট উপজেলার সহযোগিতায় এই প্রথম ইলিশের বাড়ি চাঁদপুরে ‘ইলিশ মেলা’র আয়োজন করেছেন জেলা প্রশাসন। বুধবার দুপুর আড়াইটায় চাঁদপুরে ক্লাবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন, জেলা প্রশাসক আব্দুস সবুর ম-ল, ফেনীর জেলা প্রশাসক আমিনুল আহসান, নোয়াখালীর জেলা প্রশাসক বদর মুনীর ফেরদৌস, কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক সামছুল আরেফীন প্রমুখ। স্কুলে প্রজেক্টর বিতরণ স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু করণে জলঢাকা উপজেলায় ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, আব্দুল মজিদ, মাহবুবর রহমান মনি, আতাউল গনি ওসমানি প্রমুখ।
×