ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের পরই ভেঙ্গে পড়ল কালভার্ট

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ নভেম্বর ২০১৬

উদ্বোধনের পরই ভেঙ্গে পড়ল কালভার্ট

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৩ নবেম্বর ॥ মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে বক্সকালভার্ট ও ইউড্রেন উদ্বোধন করার কয়েক ঘণ্টা পর বিকেলে ভেঙ্গে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। জানা যায়, জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে লোকাল গবার্নেন্স সাফর্ট (এলজিএসপি-২) প্রজেক্টের অধীনে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে কালভার্ট দুটি নির্মাণ করা হয়। সারপুর ইউনিয়নের মরা সতি নদী উপর ভেল্লার মাল্লিতে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও ওপেন বানিয়ার বাড়ির পাশে ৯০ হাজার ৫ শ’ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি ইউড্রেন। লোকাল গবার্র্নেন্স সাফর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর মাধ্যমে ২০১৫-১৬ অর্থবছরে সারপুকুর ইউনিয়নে ১৪ প্রকল্পের বিপরীতে ২৭ লাখ ৯৮ হাজার ৪৭৩ টাকা বরাদ্দ দেয়া হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্য দরপত্র আহ্বান করে কাজ করার কথা। কিন্তু এখানে ব্যতিক্রম ঘটেছে। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীরা তাদের পছন্দের ঠিকাদার দিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। প্রকল্প দুটির তদারকিতে থাকা কর্মকর্তা সহকারী প্রকৌশলী জুলফিকার আলী জানান, নির্মাণ কাজ করার পর এক বছর আর্নেষ্টমানি জমা থাকে। ঠিকাদার পুরনায় কাজ করে দেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। বামনা মৎস্যজীবী লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৩ নবেম্বর ॥ বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এবং দক্ষিণ রামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূর আলম সিদ্দিকী প্রতিপক্ষ গোলাম কবির হোসেন গ্রুপের হামলায় বুধবার নিহত হয়েছে। তার স্ত্রী সালমা খন্দকার এবং ছেলে আহাদ সিদ্দিকী গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নূর আলম সিদ্দিকী বুধবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য দক্ষিণ রামনা গ্রামের নিজবাড়ী পুকুরে ওযু করার জন্য যায়। সেই সময় প্রতিপক্ষ একই বাড়ির গোলাম কবির হোসেন ও গোলাম ফারুক হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী গ্রুপ তাকে রামদা, ছ্যানা এবং চল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে ছেলে আহাদ সিদ্দিকী এবং স্ত্রী সালমা খন্দকার ছুটে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা আহত নূর আলম সিদ্দিকীকে পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠায়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর সাড়ে ১২টায় নূর আলম সিদ্দিকী মারা যায়। কেরানীগঞ্জে জাপা নেতাসহ আহত ২ নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, পুরান বাক্তারচর এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন থানা জাতীয় পার্টির সভাপতি মনির সরকার ও তার ছোট ভাই কোন্ডা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। মঙ্গলবার রাত ৮টার দিকে হামলার ঘটনা ঘটে। এ সময় দুই ভাই বাড়িতে অবস্থান করছিলেন। আহত মনির সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় ভূমিদস্যু দরবেশ, মোয়াজ্জেম, হাবিবুর রহমান, মহিউদ্দিন ও মহসিনসহ ৪০-৫০ জন লাটিসোটা নিয়ে বাড়িতে ঢুকে ভাংচুর চালায়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে ও ছোট ভাই তোফাজ্জলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
×