ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আটক দুই

ত্রিভুজ প্রেমের জেরে ময়মনসিংহে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ০৫:৫২, ২৪ নভেম্বর ২০১৬

ত্রিভুজ প্রেমের জেরে ময়মনসিংহে স্কুলছাত্র খুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের দ্বন্দ্ব ও বন্ধুদের কটাক্ষ করাকে নিয়ে বিরোধের জেরেই খুন হয়েছে স্কুলছাত্র রাশেদুজ্জামান লিয়ন। বখাটে নাইমের নেতৃত্বে এই হত্যাকা-ে অংশ নেয় চার সহপাঠী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক দুই সহপাঠীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। হত্যাকা-ের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকালে লিয়নের জানাজা শেষে স্কুল গেটে ক্ষুব্ধ সহপাঠী ও বহিরাগতদের হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর হয়। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই হামলা ও ভাংচুর চালানো হয়। এই ঘটনার পর স্কুলের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেওয়াটখালি রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র লিয়ন বখাটে নাইম ও চার সহপাঠীর হাতে নির্মমভাবে খুন হওয়ার পর রাতে দীঘারকান্দা এলাকা থেকে র‌্যাবের হাতে আটক হয় মামলার প্রধান আসামি সোহানুর রহমান সোয়ান। এর আগে মঙ্গলবার বিকেলে ভালুকা থেকে পুলিশের হাতে আটক হয় সাকিবুল হাসান। পরে বুধবার দুপুরে র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে আলাদা প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দীঘারকান্দা এলাকার সোহানুর রহমান সোহান, কেওয়াটখালি পাওয়ার হাউস রোডের সাকিবুল হাসান, কেওয়াটখালি রেলওয়ে কলোনির জয় ও কেওয়াটখালি হর্টিকালচার সেন্টারের বখাটে নাইমসহ পাঁচ জন হত্যাকা-ে অংশ নেয়। এদের মধ্যে নাইম ছাড়া বাকি চারজন কেওয়াটখালি রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও লিয়নের সহপাঠী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাইম ছুরিকাঘাত করে লিয়নকে। এসময় লিয়ন মাটিতে লুটিয়ে পড়লে অপর চার সহপাঠী কিলঘুষিসহ মারধর করে পালিয়ে যায়। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানান, ত্রিভূজ প্রেমের দ্বন্দ্ব ও বন্ধুদের কটাক্ষ করার মত তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। একই স্কুলের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুদর্শন লিয়নের। ওই ছাত্রীকে পছন্দ করত বখাটে নাইম। এ নিয়ে এর আগেও দ্বন্দ্বের বর্হিপ্রকাশ ঘটে। এর বাইরে নাইমকে ‘পাগলা’ আর সাকিবুলকে ‘টুবলা সাকিব’ বলে কটাক্ষ করত নিহত লিয়ন। মূলত এই দুটি বিষয়ের জেরেই এই হত্যাকা- বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্কুল প্রধানের। কেওয়াটখালি রেলওয়ে উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর ভুঞা জানান, তিনিও এসব দ্বন্দ্বের কথা শুনেছেন। তবে এই হত্যাকান্ড নিয়ে নানামত পরিবার ও স্থানীয়দের। পরিবারের দাবি, লিয়ন কখনও কোন বিরোধে জড়াত না। তার নামে কোন অভিযোগও কেউ করেনি কখনও। শহরের বলাশপুর এলাকার মালয়েশিয়া প্রবাসি আক্তারুজ্জামানের ছেলে লিয়ন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে বুধবার নামাজে জানাজা শেষে স্কুলের সামনে মানববন্ধন চলাকালে সড়ক অবরোধ করে যানবাহনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো ধরা পড়েনি মুল আসামী নাইমসহ তিন জন। মঙ্গলবার রাতে লিয়নের মা রাশিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সোহানকে এক নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×