ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে মাছের আড়তে ডাকাতি ॥ ১৬ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৫:৫০, ২৪ নভেম্বর ২০১৬

বরিশালে মাছের আড়তে ডাকাতি ॥ ১৬ পুলিশ সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত প্রত্যন্ত হারতা মৎস্য আড়তে বোমা ফাটিয়ে ও গুলিবর্ষণ করে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হারতা আরআরএফ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাফফর হোসেনসহ ওই ফাঁড়ির ১৫ পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। সাময়িক বরখাস্তকৃতরা হলো- এক এসআই, দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই), দুই নায়েক ও ১২ জন পুলিশ কনস্টেবল। সূত্রমতে, মঙ্গলবার সন্ধ্যায় ১০-১২ জনের মুখোশপরা ডাকাত দল দুইটি স্পিডবোটযোগে এসে হারতা বাজারে মৎস্য আড়তে ঢুকে ২০-২৫টি বোমা ফাটিয়ে ও গুলি করে ২০টি আড়ত থেকে নগদ এক কোটি টাকা লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা পুনরায় স্পিডবোটযোগে সন্ধ্যা নদী দিয়ে পালিয়ে যায়। ডাকাতের ছোড়া বোমার আঘাতে মৎস্য আড়তদার সমিতির সভাপতি সোহরাব বেপারী ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ২৫জন আহত হয়। অপরদিকে ঘটনার পরে পুলিশের ঘটনাস্থলে আসতে বিলম্ব হওয়ার প্রতিবাদ করায় পুলিশের রাইফেলের আঘাতে আরও তিন ব্যবসায়ী আহত হন।আহতরা হলেন- মৎস্য ব্যবসায়ী ইউনুস, তরিকুল ইসলাম ও বজলুর রহমান। ওই বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ডাকাতি চলাকালে আড়তের মাত্র তিন শ’ গজ দূরত্বে অবস্থিত পুলিশ ক্যাম্পের কেউ এগিয়ে আসেনি। যে কারণে ডাকাত দল প্রায় ৪০ মিনিট ধরে তা-ব চালিয়ে নির্বিঘেœ ডাকাতি করে পালিয়ে যায়। হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস জানান, হারতা উত্তর পাড়ের ২৫টি মৎস্য আড়তে প্রতিদিন সন্ধ্যার পরপরই বিকিকিনি জমে ওঠে। প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার কোটি টাকার মাছ বিক্রি হয় ওই আড়তে। বগুড়া-গাবতলী সড়কে ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে ॥ যোগাযোগ ব্যাহত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া-গাবতলী সড়কের খলিশাকুড়ি এলাকায় বুধবার সকালে বেইলি ব্রিজের ওপর দিয়ে সার বোঝাই একটি ট্রাক অতিক্রমের সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে। এরপর গাবতলী ও সারিয়াকান্দির সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ওই পথে বাস ট্রাক চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বিকল্প পথে হাল্কা যানবাহন- অটোরিকশা, ইজিবাইক, টেম্পো চলছে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, খুব শীঘ্রই ব্রিজ মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। জানা গেছে, ওই বেইলি ব্রিজের ওপর দিয়ে যেখানে সাধারণ ট্রাক চলাচল নিষিদ্ধ সেখানে অধিক পণ্যবাহী ট্রাক অতিক্রম করছিল। ভার সইতে না পেরে বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ে।
×