ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রলীগ নেতা দিয়াজ আত্মহত্যা করেছেন- ময়নাতদন্ত রিপোর্ট ॥ পরিবারের প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ নভেম্বর ২০১৬

ছাত্রলীগ নেতা দিয়াজ আত্মহত্যা করেছেন- ময়নাতদন্ত রিপোর্ট ॥ পরিবারের  প্রত্যাখ্যান

চবি সংবাদদাতা ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। বুধবার প্রতিবেদনটি পুলিশের কাছে জমা দেয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। প্রতিবেদনে দিয়াজের মৃত্যুর কারণ আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিয়াজের পরিবার। এদিকে দিয়াজের মৃত্যুর ঘটনাটি হত্যাকা- দাবি করে এর বিচার দাবিতে শাটল ট্রেন অবরোধ করেছে তার অনুসারীরা। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে এসেছে। আমরা সেটি গ্রহণ করেছি। সেখানে দিয়াজের মৃত্যুকে আত্মহত্যা বলে দেখানো হয়েছে।’ তিনি জানান, ‘দিয়াজের শরীরে যে লালচে দাগগুলো দেখা গেছে সেগুলো মরণোত্তর কালশিরা। দীর্ঘক্ষণ ঝুলে থাকার ফলেই এমন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার ঘাড়ে যে দাগ পাওয়া গেছে সেটি কোন আঁচড়ের দাগ নয়, যে কাপড়ের সঙ্গে ঝুলে ছিল, সেটির কারণেই এমন দাগ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’ এদিকে দিয়াজের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তার পরিবার। বুধবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু দিয়াজের মা অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়। পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকা- দাবি করে উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতাও চাওয়া হয়। আর দিয়াজের মৃত্যুকে হত্যাকা- দাবি করে তার অনুসারিরা বুধবারও চবিগামী শাটল ট্রেন অবরোধ করে। সকাল ১০টার দিকে চবিগামী শাটলটি ফতেয়াবাদ এলাকায় আটকে দেয় তারা। পরবর্তীতে দুপুর দেড়টায় চবি স্টেশন থেকে ছেড়ে আসা শাটলটিও ফতেয়াবাদ এলাকায় আটকে দেয়া হয়। শাটল ট্রেন আটকে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন মাস্টার সাহাব উদ্দিন। তিনি জানান, ‘দুপুর দেড়টার ট্রেনটি ফতেয়াবাদ এলাকায় আটকে দেয়া হয়। পরবর্তীতে সেটি আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণেই বিশ্ববিদ্যালয় রুটে শাটল চলাচল বন্ধ রয়েছে।’
×