ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর জনসভা না হওয়ায় আনন্দে ভাটা

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ নভেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীর জনসভা না হওয়ায় আনন্দে ভাটা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে পুরো নগরী সাজিয়েছিলেন সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুরুত্বপূর্র্ণ পদধারী নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত তাদের ছবি সহকারে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। নগরীজুড়েই তাদের ব্যানার-বিলবোর্ড থাকলেও লক্ষণীয় ছিল চৌহাট্টা পয়েন্ট থেকে আলীয়া মাদ্রাসা মাঠ এলাকা। কারণ বুধবার বিকালে আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখার কথা ছিল শেখ হাসিনার। তাই দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে বেশিরভাগ ব্যানার-ফেস্টুন ও তোরণ লাগিয়েছিলেন এই এলাকায়। কিন্তু আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা স্থগিত হওয়ায় তাদের এসব আয়োজনে নেমে আসে হতাশার ছায়া। আলীয়া মাদ্রাসা মাঠের সমাবেশ স্থগিত হওয়ার ফলে নেতাকর্মীদের লাগানো এসব ব্যানার-ফেস্টুন প্রধানমন্ত্রীর চোখে পড়েনি। তবে জনসভা স্থগিত হওয়ার আগে থেকেই অনেক নেতা তাদের ব্যনার-ফেস্টুন এই এলাকা থেকে খুলে অন্যত্র স্থানান্তর করেছেন। কেউ আবার প্রধানমন্ত্রীর যাত্রাপথ বিমানবন্দর সড়ক কিংবা সিলেট-জাফলং সড়কে নতুন করে ব্যানার, তোরণ কিংবা বিলবোর্ড লাগিয়েছেন। দলীয় প্রধানের সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ। দলটির নেতাকর্মীরা কোমর বেঁধে মাঠে নামেন। এই কদিন বেশ জোরালোভাবেই চলে প্রচার। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে প্রায় এক সপ্তাহ সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদচারণায় সরগরম ছিল রাজপথ। জেলায়, উপজেলায় প্রতিদিন চলছিল দলীয় প্রধানের সমাবেশকে ঘিরে আনন্দ মিছিল। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনায় জল ঢেলে দিয়েছে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা। গত রবিবার সিলেট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সামনে চলে আসায় প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল করা হয়। আচমকা এভাবে সমাবেশ বাতিল হয়ে যাওয়ায় সিলেটে দলটির নেতাকর্মীদের উচ্ছ্বাস হারিয়ে যায়।
×