ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৩০ জন আহত

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ নভেম্বর ২০১৬

আশুলিয়ায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৩০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ নবেম্বর ॥ আশুলিয়ায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৩০ শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে কাঠগড়া পুকুরপাড় এলাকার ‘কন্টিনেন্টাল গার্মেন্টস’ ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড’ নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টায় কারখানার তৃতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলার সময়ে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের সুইচে আগুন ধরে যায়। এতে পুরো ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় কারখানার শ্রমিকরা আতঙ্কে তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করলে অন্তত ৩০ শ্রমিক আহত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২২ শ্রমিককে সাভার এনাম মেডিক্যালে এবং অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এনাম মেডিক্যালে চিকিৎসাধীনরা হলেন সালমা (২৬), লিপি (২৫), মুন্নি (১৬), কানিজ ফাতেমা (২৫), তানিয়া (২৪), শিউলী (২৬), বিমলা (৩০), মনিরা (২৫), স্বপ্না (২৭), সাথী (২৩), আন্না (৩০), জহুরা (৪০), হেলেনা (২৬), কল্পনা (২২), শাহনাজ (২৮), রোজিনা (২৩), ডলি (৪৫), পারভিন (২০), আঞ্জু (২০), জাহানুর (২৬), রোজিনা (৩০) ও রোজিনা (২৩)।
×