ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে হিমশিম আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৩৭, ২৪ নভেম্বর ২০১৬

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে হিমশিম আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ জেলা পরিষদ নির্বাচনে একটি চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগের গড়ে ৮ জন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রে আবেদন করেছেন। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেতে বিপুলসংখ্যক প্রার্থীর আবেদনের কারণে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন দলটি। দল সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বৈঠকে জেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও প্রতিটি জেলা পরিষদের ১৫ সাধারণ সদস্য এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে অধিকাংশ জেলা থেকেই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে সব জেলা শাখার এই তালিকা পাঠানোর সময়সীমা নির্ধারণ রয়েছে। দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তৃণমূল থেকে পাঠানো সুপারিশের ভিত্তিতেই শুধু নয়, সারাদেশে পরিচালিত গোপন জরিপের ভিত্তিতেই জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনের জন্যও দলের প্রার্থীদের কার কী অবস্থান তা জানতে একাধিক সমীক্ষা চালিয়েছেন। এসব সমীক্ষার প্রতিবেদন এখন তাঁর হাতে। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের গত শুক্রবারের সভায় সিদ্ধান্ত হয়েছে, আবেদনকারীদের মধ্য থেকে জনমত জরিপে যিনি এগিয়ে থাকবেন, তাকেই দলের সমর্থন দেয়া হবে। জেলা পরিষদের প্রার্থী বাছাই করতে গত তিনদিন ধরে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে একাধিক বৈঠক হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক সম্পাদকদের কাছে নিজ নিজ বিভাগের আগ্রহী প্রার্থীদের তালিকা দেয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাদের দেয়া মতামতের ভিত্তিতে আজ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৯ সদস্যের স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রতিটি জেলার জন্য একজন করে চেয়ারম্যান প্রার্থী ঠিক করা হবে। এর বাইরে দল থেকে আর কেউ যাতে প্রার্থী না হতে পারেন, তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় নেতাদের চেষ্টা থাকবে। দেশে এবারই প্রথম জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা। তাদের ভোটে ১ জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন নারী সদস্য নির্বাচিত হবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সূত্র জানায়, জেলা পরিষদের চেয়ারম্যান পদে সমর্থন পেতে সর্বাধিক ৩১টি আবেদন পড়েছে পাবনা জেলা থেকে। জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জনপ্রতিনিধিদের কাছে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের নেতারা প্রায়শই ধর্ণা দিচ্ছেন। সংবর্ধনা কিংবা উঠোন বৈঠকের নামে প্রতিটি জেলাতেই সম্ভাব্য প্রার্থীরা জনপ্রতিনিধিদের নানা ধরনের ক্রেস্ট-গিফট প্রদানের নামে ভোট প্রার্থনা করছেন। অনেক জেলার নেতাদেরই অভিযোগ, বেশিরভাগ প্রার্থীই প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে অন্যদের বঞ্চিত করে কেন্দ্রে নিজেদের নাম প্রস্তাব করে পাঠিয়েছেন। কিন্তু খোদ প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, জনমত জরিপে যে এগিয়ে থাকবেন তিনিই পাবেন দলীয় মনোনয়ন। এ সংবাদ পাওয়ার পর অনেক বঞ্চিত নেতাই প্রহর গুনছেন হয়তো তাদের কপালেও জুটতে পারে জেলা পরিষদ চেয়ারম্যানের কাক্সিক্ষত মনোনয়ন।
×