ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাম্পাকোর মালিকসহ ৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৫:১৪, ২৪ নভেম্বর ২০১৬

টাম্পাকোর মালিকসহ ৬ জনকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানা দুর্ঘটনায় হত্যার অভিযোগে দুই মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনসহ কারখানার ছয় কর্মকর্তার জামিন আবেদন খারিজ করে এক সপ্তাহের মধ্যে জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার স্ত্রী সাজেদা পারভীন হোসেন, মেয়ে সৈয়দা আবিদা হোসেনকে আদালত আট সপ্তাহের জামিন দিয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। টাম্পাকোর কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও এ্যাডভোকেট মাহবুব আলী এমপি। আদেশের পর এ্যাডভোকেট আতাউল গণি সাংবাদিকদের বলেন, আদালত দুজনকে আট সপ্তাহের জামিন দিয়েছে। আর বাকিদের এক সপ্তাহের মধ্যে দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। অধ্যাপক এম আর খান স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ছিলেন উজ্জ্বল নক্ষত্র স্মরণসভা স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অধ্যাপক এম আর খান স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র। সবার প্রিয় এই মানুষ বাংলাদেশের গর্ব এবং এ দেশের চিকিৎসা পেশার আদর্শ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ছাড়াও নানামুখী উন্নয়নমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন। তিনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি । বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডাঃ মিলন হলে সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক এম আর খান স্যার স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগ ও বাংলাদেশ প্যাডিয়াট্রিক এ্যাসোসিয়েশনের (বিপিএ) যৌথ উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও বিপিএ’র সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লা, নার্সিং অনুষদের ডিন ও শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শাহানা আখতার রহমান প্রমুখ।
×