ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এরশাদের রাডার দুর্নীতি মামলা ॥ আজ দুদকের আবেদনের আদেশ

প্রকাশিত: ০৫:১৪, ২৪ নভেম্বর ২০১৬

এরশাদের রাডার দুর্নীতি মামলা ॥ আজ দুদকের আবেদনের আদেশ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার কেনায় দুর্নীতির মামলায় ফের সাক্ষ্য নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষ হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই আবেদনের ওপর আজ বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেছেন। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেছেন, এ মামলায় অভিযোগপত্রে ৩৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাখা হয়। দুদক বাকি সাক্ষীদের সাক্ষ্য নিতে বিচারিক আদালতে আবেদন করলে তা খারিজ হয়। দুদক পুনর্বিবেচনার জন্য আবেদন করে। আবেদনে বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনের শুনানি শেষ হয়েছে বুধবার। আজ বৃহস্পতিবার আদেশের জন্য রাখা হয়েছে। সাইনোফার্ম বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে স্টাফ রিপোর্টার ॥ চীনের স্বাস্থ্য খাতের অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান সাইনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বুধবার চীনের সাংহাইয়ে হোটেল শাংরিলায় প্রতিষ্ঠানের এক প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে এই আগ্রহ ব্যক্ত করেন। সাইনোফার্মের ভাইস জেনারেল ম্যানেজার শি শেংগী প্রতিনিধি দলে নেতৃত্ব দেন। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ সময় সাইনোফার্মকে এক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয় নির্মাণে সরকারের উদ্যোগেও তাদের সহায়তা চান তিনি। এ সময় মন্ত্রী বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার দেশী-বিদেশী বিনিয়োগকে সব সময় উৎসাহ প্রদান করে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও এখন বাংলাদেশে আসছে। সোনার লেহেঙ্গা এবার পাক্কা ১৪ কেজি খাঁটি সোনা দিয়ে একটি লেহেঙ্গা তৈরি করেছেন ভারতের এক চিত্রপরিচালক। এই লেহেঙ্গা তৈরির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইৈচৈ পড়ে গেছে। একটি তেলেগু সিনেমায় এই লেহেঙ্গাটি ব্যবহার করা হবে -আনন্দবাজার অনলাইন ভ্যাসলিন হিলিং প্রজেক্ট পরিদর্শনে বগুড়ায় বিপাশা ইউনিলিভারের স্কিন কেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতায় সাহায্য করতে সম্প্রতি শুরু করেছে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। এই প্রজেক্টে ইউনিলিভারের পার্টনার হিসেবে আছে এনজিও টিএমএসএস। ভ্যাসলিন হিলিং প্রজেক্টের কার্যক্রমের অংশ হিসেবে গত ২২ নবেম্বর বগুড়ায় টিএমএসএস হাসপাতালে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ভ্যাসলিনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর বিপাশা হায়াত। -বিজ্ঞপ্তি
×