ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৩, ২৪ নভেম্বর ২০১৬

রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশে দূতাবাস ঘেরাওয়ের দাবি জানান সাধারণ আইনজীবীরা। বুধবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বার) উদ্যোগে আয়োজিত সমিতি ভবনের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। দুপুর একটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে দলমতনির্বিশেষে সুপ্রীমকোর্টের সকল আইনজীবী অংশ নেন। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে নির্যাতন বন্ধের দাবির প্রতি সংহতি জানান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তবে তিনি কোন বক্তৃতা করেননি। এ সময় সাধারণ আইনজীবীরা রোহিঙ্গা মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের মতো কর্মসূচী দাবি করেন। একইসঙ্গে তারা মানবিক কারণে নির্যাতিত উদ্বাস্তু রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ারও আহ্বান জানান তারা। দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের নেত্রী অং সাং সূচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবিও জানানো হয় কর্মসূচী থেকে। মানববন্ধনে অংশ নিয়ে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, যারা সব সময় শান্তির কথা বলেন, তারা আজ কোথায়? মিয়ানমারের সাধারণ মানুষের অধিকার আজ ভূলুণ্ঠিত হচ্ছে। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। জাতিসংঘ যদি এ হামলা বন্ধে কোন পদক্ষেপ না নিতে পারে তাহলে আমরা মনে করব জাতিসংঘ একটি কাগুজে বাঘ। সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিঙ্গা সম্প্রদায়ের আর্তনাদ দেখতে পাই। সেখানে সন্তানের লাশ নিয়ে মাকে আহাজারি করতে হচ্ছে।
×