ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্প

উচ্চ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন ‘টিনায়ইহাও’ মাওয়া পৌঁছেছে

প্রকাশিত: ০৫:১৩, ২৪ নভেম্বর ২০১৬

উচ্চ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন ‘টিনায়ইহাও’ মাওয়া পৌঁছেছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মাওয়ায় পৌঁছেছে পদ্মা সেতুর উচ্চ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন টিনায়ইহাও। বুধবার বেলা পৌনে ১২টার দিকে এটি পদ্মা সেতুর কনস্ট্রাকশন এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এসে পৌঁছে। তিন হাজার ৬০০ টন ক্ষমতাসম্পন্ন এই ক্রেনটি এখন দেশের সবচেয়ে উচ্চ ক্ষমতার ভাসমান ক্রেন। এর আগে বাংলাদেশে ভাসমান ক্রেন হিসেবে কোরিয়া থেকে আমদানি করা বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নির্ভীকের ধারণক্ষমতা এক হাজার চার শ’ টন করে ছিল। শুক্রবার রাতে ক্রেনটি কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এটি মাওয়ার পথে রওনা দেয়। মঙ্গলবার ক্রেনটি শরীয়তপুরের সুরেশ্বর এলাকায় অবস্থান করছিল। রাতে নদী পথে ঘন কুয়াশার করণে জাহাজ চলতে না পারায় এটি সুরেশ্বরেই নোঙর করে ছিল। বুধবার সকালে এটি রওনা হয়ে দুপুর পৌনে ১২টার নাগাদ মাওয়ায় এসে পৌঁছে। এত বড় ভাসমান ক্রেনটি মাওয়ায় নেয়ার মতো নৌযান পাওয়া যাচ্ছিল না। তাই চট্টগ্রাম বন্দরের একটি বিশেষ টাগবোট দিয়ে টেনে এটি মাওয়ায় নিয়ে আসা হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এই ক্রেন পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার তুলে দুই পিলারের ওপর বসিয়ে দেবে।
×