ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের ৬৪৯ সার্কেলে আজ একযোগে শুরু কর সপ্তাহ

প্রকাশিত: ০৫:০৬, ২৪ নভেম্বর ২০১৬

দেশের ৬৪৯ সার্কেলে আজ একযোগে শুরু কর সপ্তাহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সারাদেশের ৬৪৯টি সার্কেল অফিসে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো একযোগে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। ৩০ নবেম্বর আয়কর দিবস এবং রিটার্ন দাখিলের সবশেষ সময়কে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এদিকে অর্থ বছরের প্রথম পাঁচ মাসেই নিবন্ধিত করদাতার সংখ্যা সাড়ে ২৩ লাখ ছড়িয়ে যাওয়ায় এবার রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। এ অবস্থায়, রাজস্ব আয় বাড়াতে বেশি আয়ের নাগরিকদের করের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করে আসছে এনবিআর। এরই ধারাবাহিকতায় এ বছরের নবেম্বরে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী আয়কর মেলা। এক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতারা মেলায় রিটার্ন দাখিলে বেশি আগ্রহী হওয়ায়, মেলার পাশাপাশি এবার সারাদেশে কর সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, ওয়ান স্টপ সার্ভিস না পেলেও কর অফিসে মেলার পরিবেশে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন করদাতারা। মাইক্রোসফট স্মার্টফোন আনছে বাজারে মাইক্রোসফট প্রতিষ্ঠান আগামীতে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন বাজারে আনলেও হারিয়ে যাচ্ছে না উইন্ডোজ ফোন। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে এইচপি। এলিট এক্স থ্রি নামের এই ফোনটিতে থাকবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। ফোনটিতে ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট বিল্টইন স্টোরেজ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার জ্বালানি তেলের দাম বেড়েছে আড়াই ডলার জ্বালানি তেলের উত্তোলন কমাতে ওপেকের সিদ্ধান্তের আগেই ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম প্রায় আড়াই ডলার বেড়েছে। গত মঙ্গলবার ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হয়েছে ৪৮ ডলার দরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ডলারের। এ কারণে বিশ্ববাজারে শুধু জ্বালানি তেল নয়, বেড়েছে অনেক পণ্যের দাম। আগামী সপ্তাহে জ্বালানি তেল উত্তোলক ও রফতানিকারক দেশগুলোর উত্তোলন কমানোর সিদ্ধান্তের পর দাম আরও বাড়বে বলে আশাবাদ বিশ্লেষকদের। পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের জ্বালানি খাত, যুদ্ধবিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে লিবিয়া ও নাইজেরিয়ার জ্বালানি খাত। উত্তোলন কমানোর এ সিদ্ধান্ত জ্বালানির বাজার স্থিতিশীল করবে বলে প্রত্যাশা রাশিয়ার। -অর্থনৈতিক রিপোর্টার
×