ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্তানের সঙ্গে দুর্ব্যবহার

এফবিআইর তদন্তে ব্রাড পিটকে অব্যাহতি

প্রকাশিত: ০৫:০১, ২৪ নভেম্বর ২০১৬

এফবিআইর তদন্তে ব্রাড পিটকে অব্যাহতি

বিমানে থাকা অবস্থায় সন্তানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ থেকে ব্রাড পিটকে অব্যাহতি দেয়া হয়েছে। এফবিআই মঙ্গলবার জানিয়েছে, মধ্য আকাশে সন্তানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তদন্তের পর তাকে অব্যাহতি দেয়া হলো। খবর এএফপির। গত সেপ্টেম্বরে বিমানে করে ফ্রান্স থেকে লস এ্যাঞ্জেলেসে যাওয়ার পথে মধ্য আকাশে ব্রাড পিট তার ১৫ বছর বয়সী ছেলে ম্যাডক্লের সঙ্গে কলহে জড়ান বলে তার স্ত্রী এ্যাঞ্জেলিনা জোলি অভিযোগ করেন। তিনি এও অভিযোগ করেন, কলহের একপর্যায়ে ছেলেকে আঘাত করেন ব্রাড পিট। এফবিআই এক বিবৃতিতে জানায়, ব্রাড পিট ও তার সন্তানদের বহনকারী ফ্লাইট অবতরণের পর পিটের বিরুদ্ধে সন্তানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়। এর প্রেক্ষিতে এফবিআই ঘটনা পর্যালোচনা করে এবং এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ব্রাড পিটের বিরুদ্ধে অধিকতর তদন্ত করা হবে না। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কোন অভিযোগও দায়ের করা হয়নি। দাম্পত্য জীবনে পিটের সঙ্গে ব্যাপক মতপার্থক্যের কারণ দেখিয়ে জোলি (৪১) গত সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। সন্তানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতির বিষয়ে জানতে পিটের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এএফপি। তবে তিনি তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। আজব কেবিন! সেøাভেনিয়ার লুবলিয়ানাভিত্তিক স্থাপত্য সংস্থা অফিস আর্কিটেক্ট তৈরি করেছে অদ্ভুত গড়নের কেবিন যা ব্যবহৃত হবে শীতকালীন শৈলনিবাস হিসেবে। কাচ, এ্যালুমিনিয়াম প্যানেল আর কাঠ দিয়ে তৈরি এই আজব কেবিনটি দাঁড়িয়ে আছে সেøাভেনিয়ার আল্পস পর্বতের চূড়ায়। যেখানে এটি স্থাপন করা হয়েছে, সেখানে হেলিকপ্টার ছাড়া আপাতত যাওয়ার কোন উপায় নেই। -ওয়েবসাইট স্বচালিত স্কুটার নিজের ফোনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখেন এমন পথচারীদের দুর্ঘটনা কমাতে নতুন এক সমাধান নিয়ে এসেছেন সিঙ্গাপুরের একদল গবেষক। একটি স্বচালিত স্কুটার আনা হয়েছে, যা দিয়ে পথচারীরা ফুটপাথে চলাচল করতে পারবেন। একটি আসন আর চারটি চাকাযুক্ত ৫০ কেজির এই যানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ছয় কিলোমিটার। বাঁধা এড়িয়ে দিকনির্দেশনা পেতে এতে ব্যবহার করা হয়েছে লেজার সেন্সর। এটি সব বয়সের মানুষের চলাচল উন্নত করবে আর এর মাধ্যমে গাড়ির প্রয়োজনীয়তা ও দুর্ঘটনার হার কমবে। -চ্যানেল নিউজ এশিয়া
×