ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে তিন ভারতীয় সেনাকে হত্যা করেছে পাক কমান্ডোরা

প্রকাশিত: ০৫:০০, ২৪ নভেম্বর ২০১৬

কাশ্মীরে তিন ভারতীয় সেনাকে হত্যা করেছে পাক কমান্ডোরা

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কাশ্মীরের এক ভারতীয় সেনাকে শিরুচ্ছেদের পর আরো দুই সেনাকে হত্যা করেছে পাকিস্তানী কমান্ডোরা। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মাচিলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানী কমান্ডোরা ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করে হামলাটি চালিয়েছে। এসব কমান্ডো পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার এ্যাকশন টিমের বলে ধারণা করা হচ্ছে। তিন ভারতীয় সেনাকে হত্যার পর তারা পালিয়ে যায়। ‘কাপুরুষোচিত এই ঘটনার চরম প্রতিশোধ নেয়া হবে,’ বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মাত্র তিন সপ্তাহ আগে প্রায় একই এলাকায় মানদ্বীপ সিং নামের আরেক ভারতীয় সেনার শিরñেদ করেছিল পাকিস্তানী অনুপ্রবেশকারীরা, তখনও ‘চরম প্রতিশোধ’ নেয়ার কথা বলেছিল ভারতীয় সেনাবাহিনী। এক ট্যুইটে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ‘কাপুরুষোচিত ও বর্বর’ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। পাকিস্তানে বাসে গুলি নিহত ৯ ॥ এদিকে গোলযোগপূর্ণ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সীমান্তের ওপার থেকে ভারতীয় সৈন্যদের হামলায় অন্তত ৯ জন নিহত ও অপর ৭ জন আহত হয়েছে। বুধবার ভারতীয় সৈন্যরা পাকিস্তানের একটি বেসামরিক বাস লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে এটিই সর্বশেষ রক্তক্ষয়ী ঘটনা। পাকিস্তানী সৈন্যদের হামলায় তিন ভারতীয় সৈন্য নিহত হয়েছে নয়াদিল্লী এমন দাবি করার একদিন পর ঘটনাটি ঘটল। তবে পাকিস্তান ভারতের ওই দাবি নাকচ করে দিয়েছিল।
×