ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তীব্র লড়াইয়ের আশঙ্কা

আলেপ্পোর প্রাণকেন্দ্রের কাছে আসাদ বাহিনী

প্রকাশিত: ০৪:৫৯, ২৪ নভেম্বর ২০১৬

আলেপ্পোর প্রাণকেন্দ্রের কাছে আসাদ বাহিনী

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহরের অনেক ভেতরে মঙ্গলবার ঢুকে পড়েছে শাসক বাশার আলআসাদের অনুগত বাহিনী। বিদ্রোহীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত শহরটিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় এখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাজার হাজার মানুষ শহর ছাড়ছে। খবর এএফপির। আলেপ্পো নিয়ন্ত্রণে নিতে পারলে তা হবে পাঁচ বছর ধরে চলা গৃহযুুদ্ধে সরকারী বাহিনীর জন্য সবচেয়ে বড় অর্জন। একই সাথে তা বিদ্রোহীদের এক বড় ক্ষতি বলে বিবেচিত হবে। শহরটি একসময় সিরিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল। কিন্তু তা এখন প্রায় ধ্বংস্তূপ। আসাদকে ক্ষমতাচ্যুত করতে শুরু হওয়া গণআন্দোলন শেষ পর্যন্ত গৃহযুদ্ধের রূপ নেয়। এতে এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধে আটকাপড়া বেসামরিক লোকজনের খাদ্য সহায়তা দেয়ার জন্য পƒর্ব আলেপ্পোয় বিদ্রোহীদের লক্ষ্য করে সামরিক বিমান থেকে লিফলেট ফেলা হয়েছে। বিদ্রোহীদের হটাতে সরকারী বিমান থেকে ব্যারেলবোমাসহ ব্যাপক গোলাবর্ষণ করেছে। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ এলাকা মাসাকিন হানানো পর্যন্ত স্থল সেনারা এগিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। শহরের এক তৃতীয়াংশের মতো এখন সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে বলে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ লোকজন এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চল ছেড়ে দক্ষিণ এলাকার দিকে ছুটে আসছে। মাসাকিন হানানো এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ২০১২ সাল থেকে এটি ব্রিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। পর্যবেক্ষকরা বলছেন, পূর্ব আলেপ্পোর দখল সরকারী বাহিনী নিতে পারলে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে। এর মধ্যদিয়ে তারা তখন বিদ্রোহীর নিয়ন্ত্রণে থাকা দেশের বাকি অংশ থেকে উত্তর আলেপ্পোকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে।
×