ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবদুল্লাহ

নাগরিক জীবনের দুর্দশা

প্রকাশিত: ০৪:৫৭, ২৪ নভেম্বর ২০১৬

নাগরিক জীবনের দুর্দশা

ঢাকা মহানগরীতে এখন দুর্দশার অন্ত নেই। ঘর থেকে বের হলেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কোথাও যেতে হলে ঠিকমতো যানবাহন পাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়। যাদের নিজেদের যানবাহন আছে তারাও যে খুব একটা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন তেমনটি নয়, প্রচণ্ড যানজটের কারণে তাদেরও ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয়। মহিলাদের যাতায়াতেও আরও অসুবিধা। বৃদ্ধ-বৃদ্ধা হলে তো আর কথাই নেই। রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি করে যানবাহনের চলাচল বিঘিœত করে রাখা হয়। সময়মতো রাস্তাঘাট মেরামত না করাতে যান চলাচলে বিঘœ ঘটে। নন্দিত হাতির ঝিল দিনে দিনে একটি কদর্য স্থানে পরিণত হচ্ছে। ধানম-ি, গুলশান লেকে নোংরা আবর্জনা ফেলে, ভরাট করে পরিবেশ দূষণ করা হচ্ছে। শহরের যত্রতত্র ময়লা আবর্জনা খোলা ড্রামগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে- বাড়ছে মশা-মাছির উপদ্রব। পৌর কর্তৃপক্ষ রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে বটে, পরক্ষণেই আবার নোংরা, আবর্জনায় রাস্তাঘাট ভরে যাচ্ছে। ডাক্তার রোগীর চিকিৎসা করে রোগ নিরাময় করে থাকেন, নগরীর এই সমস্ত অসুস্থতা নিবারণের জন্য উপযুক্ত ডাক্তার নেই। রাতে নগরীতে রাহাজানি, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শুধু নগর জীবনের সব অসুবিধার কথা বললেই চলবে নাÑ এই নগর জীবনে কিভাবে সুখ-স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা যায়- কিভাবে মানুষ এই নগরীতে সুন্দর জীবনযাপন করতে পারে সে উপায় উদ্ভাবন করতে হবে। প্রতিটি মানুষ জাতীয় জীবনে কিছু না কিছু অবদান রাখছেন। দেশের মানুষ শিক্ষিত, দক্ষ রুচিজ্ঞান সম্পন্ন হলে সেই দেশ, সেই জাতি উন্নতি লাভ করতে বাধ্য। আর দেশের জনগণ উশৃঙ্খল-অশিক্ষিত ও অপরাধপ্রবণ হলে সে দেশ উন্নত হতে বাধার সম্মুখীন হবে এতে কোন সন্দেহ নেই। তাই দেশের প্রতিটি নাগরিক যদি সরকারের সঙ্গে তাদের দৈনন্দিন কার্যকাজে দেশের উন্নয়নের জন্য কাজ করে, তবে আজকে যে নগর জীবনে অসুবিধা দেখা দিয়েছে সেসব থাকবে না, দেশ সকল দিক দিয়ে উন্নতি লাভ করবে। অভিজ্ঞ চিকিৎসক যেমন তার মেধা, প্রজ্ঞা আর অভিজ্ঞতা দ্বারা মুমূর্ষু রোগীকে নিরাময় করে, তেমনি অভিজ্ঞ নগরবিদ তার পরিকল্পনা দিয়ে একটি নগরীকে সু-সজ্জিত করায় অবদান রাখতে পারে। নগরবিদদের পরামর্শ নিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন সমস্যার সমাধানে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। মহানগরীর রাস্তাঘাট, যানবাহন, পার্ক, খেলার মাঠ ইত্যাদির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য সকলকে মনোযোগ দিতে হবে। একে অন্যকে দোষারূপ করে নগরীর এসব অসুবিধা দূর করা যাবে না। লেক সার্কাস, ঢাকা থেকে
×