ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার আগুন আতঙ্কে আহত ৩০

প্রকাশিত: ২৩:২৫, ২৩ নভেম্বর ২০১৬

এবার আগুন আতঙ্কে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় জিরাব এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার রেশ না কাটতেই পরদিন আজ বুধবার সকালে ফের আগুন আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়। আজ বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার ‘কন্টিনেন্টাল গার্মেন্টস’ ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০ টার দিকে কারখানার তৃতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন সময়ে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের সুইচে আগুন ধরে যায়। এতে ফ্লোরজুড়ে প্রচ- ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় ওই কারখানার শ্রমিকরা আতঙ্কে তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করলে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার ব্রিগেডের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২২ জন শ্রমিককে সাভার এনাম মেডিক্যালে ও অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
×