ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীঘ্রই ফোরজি মোবাইল সেবা চালু করা হবে

প্রকাশিত: ০৮:২৮, ২৩ নভেম্বর ২০১৬

শীঘ্রই ফোরজি মোবাইল সেবা চালু করা হবে

স্টাফ রিপোর্টার ॥ শীঘ্রই চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা (ফোরজি) চালু করা হবে বলে জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, দেশে প্রতি ছয়জনের পাঁচজন মোবাইল ফোন ব্যবহার করছে। পৃথিবীতে এমন উদাহরণ বিরল। আমরা অতি শীঘ্রই ফোরজি চালু করব। ভোক্তারা তখন আরও ভাল সেবা পাবেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিটিআরসি আয়োজিত গণশুনানির শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোবাইল নেটওয়ার্ক সেবার মান নিয়ে সরাসরি ভোক্তাসাধারণের মতামত জানতে এবারই প্রথমবারের মতো এ গণশুনানির আয়োজন করা হয়। বিটিআরসির পক্ষে জানানো হয়, শুনানিতে অংশ নিতে এক হাজার আবেদনের মধ্য থেকে প্রায় পাঁচ শ’ জনকে আমন্ত্রণ জানানো হয়। বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তাদের ভাল সেবা দেয়ার লক্ষ্যে আমরা প্রাণান্ত কাজ করে যাচ্ছি। আগামী বছরের শুরুতে এমএনপি চালু করব। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে অপরাধের সংখ্যা ভীষণভাবে কমে গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকেও আমাদের এমনটা জানানো হয়েছে। গণশুনানিতে মোবাইল সেবার মান বিশেষ করে কলড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ ও মূল্য সম্পর্কে জনগণের সরাসরি মতামত নেয়া হয়। এ সময় ভোক্তারা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত ওই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গণশুনানিতে সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী ও ভোক্তা সংঘের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, গবেষক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীসহ নিবন্ধনকৃত গ্রহকরা অংশ নেন।
×