ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসায় অজিত দোভাল

প্রকাশিত: ০৮:১৪, ২৩ নভেম্বর ২০১৬

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসায় অজিত দোভাল

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার অঙ্গীকারের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশেষ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেও মন্তব্য করেন অজিত দোভাল। দিল্লীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল। অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, সশস্ত্র বাহিনী দিবস একটি মহান দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর নেতৃত্বে ছিল সশস্ত্র বাহিনী। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী থেকে ভাইস চীফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×