ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্ষুধামুক্ত দেশ গঠনে কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৩, ২৩ নভেম্বর ২০১৬

ক্ষুধামুক্ত দেশ গঠনে কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে কৃষিবিদরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশে কোন খাদ্য ঘাটতি না থাকায় খাদ্য নিয়ে বিশ্বব্যাপী যে রাজনীতি হয় তার হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচনের পর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর দেশের উন্নয়নে জাতির জনক অনেক স্বপ্নই দেখেছিলেন। তবে ঘাতকেরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন একের পর এক। তিনি বলেন, বঙ্গবন্ধু বহু আগেই বলেছিলেন- কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আর সে জন্যই তিনি কৃষক ও কৃষির উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। কৃষির উন্নয়নের জন্যই তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর কর্মকর্তায় উন্নীত করেছিলেন। প্রধান আলোচকের বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জাতির জনক উপলব্ধি করতে পেরেছিলেন কৃষক এবং কৃষিকে উন্নত করতে পারলেই জাতি উন্নত হবে। তাই বঙ্গবন্ধু কৃষি পেশাকে গৌরবের পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
×