ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:০২, ২৩ নভেম্বর ২০১৬

এস এস সি পরীক্ষার পড়াশোনা

১. বর্তমানে জাতীয় সংসদের আসন কতটি? ক) ৩০০ খ) ৩১৫ গ) ৩৪৫ ঘ) ৩৫০ ২.বর্ষাকালের সময় কোন কোন মাসে খুব বেশি গরম পড়ে? ক) মে ও জুলাই খ) এপ্রিল ও আগস্ট গ) জুন ও সেপ্টেম্বর ঘ) মে ও অক্টোবর ৩.কোনটির মাধ্যমে শিশু জীবজগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যানধারণায় অনুপ্রাণিত হয়? ক) সংবাদপত্রের খ) খেলার সাথী গ) গণমাধ্যম ঘ) প্রতিবেশী ৪.২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠান? ক) ইউনিসেফ খ) ফাও গ) ইউএনডিপি ঘ) ইউনেস্কো ৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে বিশ্ব বিবেককে আতঙ্কিত করে তোলে? ক) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ভয়াবহতা খ) ধ্বংসলীলায় গ) নিরাপত্তায় ঘ) সঙ্কট নিরসনে ৬.বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙ্গে যাওয়ার কারণ হলো - র. দারিদ্র‌্য ও জনসংখ্যা বৃদ্ধি রর. শিল্পায়ন ও নগরায়ণ ররর. নিরক্ষরতা ও অজ্ঞতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭.১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়? ক) ২৩ মার্চ প্রথম প্রহরে খ) ২৫ মার্চ প্রথম প্রহরে গ) ২৬ মার্চ প্রথম প্রহরে ঘ) ২৭ মার্চ প্রথম প্রহরে ৮.ইউরোপে গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটে কোন শতাব্দীতে? ক) দ্বাদশ ও ত্রয়োদশ খ) সপ্তদশ ও অষ্টাদশ গ) চতুর্দশ ও পঞ্চদশ ঘ) ষষ্ঠদশ ও সপ্তদশ ৯.চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বাংলাদেশ প্রনীত প্রতিবেদন অনুযায়ী প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মধ্যে কতভাগ নারী? ক) ৫ খ) ৯ গ) ১৫ ঘ) ২০ ১০.আধুনিক সভ্য সমাজে কোন পরিবার কাঠামো অনুপস্থিত? ক) একক খ) বহুপতœী গ) বহুপতি ঘ) দ্বিপতœী ১১.কোন সময়ে সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়? ক) বর্ষার সময় খ) শীতের সময় গ) ভাটার সময় ঘ) জোয়ারের সময় ১২.সময়ের প্রেক্ষিতে কোনো একটি সমাজে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হলো। সে সমাজে আর কোন বিষয়টিতে পরিবর্তন দেখা যাবে? ক) সহনশীলতায় খ) সামাজিক রীতিনীতিতে গ) সামাজিক মূল্যবোধে ঘ) আইনের শাসনে ১৩.নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কী গঠিত হয়? ক) সচিবালয় খ) আইনসভা গ) শাসন বিভাগ ঘ) বিচার বিভাগ ১৪.এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? ক) ১ মিনিট খ) ৪ মিনিট গ) ৪ ঘন্টা ঘ) ২৪ ঘন্টা ১৫.উন্নত দেশে জনসংখ্যার প্রকৃতি কেমন? ক) নিয়ন্ত্রিত খ) অনিয়ন্ত্রিত গ) বৃদ্ধির হার অনেক বেশি ঘ) বৃদ্ধির হার সন্তোষজনক ১৬.কোন কাজটি সংসদ করতে পারে না? ক) সংসদ দ্বিকক্ষ করতে আইন প্রণয়ন খ) রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করতে আইন প্রণয়ন গ) প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করতে আইন প্রণয়ন ঘ) সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন ১৭.বাংলাদেশে ইউএনডিপির মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি? ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি ১৮.কোনটি তথ্য শব্দটির অন্তর্ভুক্ত? ক) যেকোনো ধরনের রেকর্ড খ) দাপ্তরিক নোট সিট গ) নোট সিটের প্রতিলিপি ঘ) প্রামাণ্য প্রতিলিপি ১৯.১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন সরকারের উল্লেখযোগ্য সফল কর্মকান্ড ছিল - র. ২৪০টি দেশের স্বীকৃতি লাভ রর. জাতিসংঘ ও ওআইসি’র সদস্যপদ লাভ ররর. নতুন সংবিধান তৈরি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০.শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষসে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো - ক) ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ খ) মূল্যবোধের অবক্ষয় গ) গোঁড়ামিপূর্ণ মনোভাব ঘ) আধিপত্যভাব ২১.দলিলপত্র নিবন্ধন করার জন্য কোনটি দিতে হয়? ক) উকিল ফি খ) কোর্ট ফি গ) রেজিষ্ট্রেশন ফি ঘ) বিচারপতির ফি ২২.মেরুরেখার দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয় - র. সুমেরু রর. দক্ষিণ মেরু ররর. কুমেরু নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩.‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।’ - কথাটি কে বলেছেন? ক) এরিস্টটল খ) প্লেটো গ) সক্রেটিস ঘ) ম্যাকিয়াভেলি ২৪.দেশের সকল সম্পদকে এক কথায় কী বলে? ক) ব্যক্তিগত সম্পদ খ) সরকারি সম্পদ গ) জাতীয় সম্পদ ঘ) প্রাকৃতিক সম্পদ ২৫.২০০৫-০৬ সালে কৃষিখাতে অবদান হ্রাস পাওয়ার কারণ কোনটি হতে পারে বলে তুমি মনে কর? ক) কৃষিখাতে সরকারি ঋণ হ্রাস পেয়েছে খ) কৃষি উৎপাদন পূর্বের তুলনায় কমেছে গ) কৃষিখাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে ঘ) কৃষির তুলনায় অন্যান্য খাতে উৎপাদন বেড়েছে ২৬.ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ কীভাবে ভোগ করতে পারে? ক) নিয়মের মধ্যে ভোগ এবং বিক্রি করতে পারে খ) স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে গ) ভোগ করতে পারবে তবে হস্তান্তর করতে পারবে না ঘ) কেবল হস্তান্তর করতে পারে
×