ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যু ॥ পুড়েছে হাজারো ঘরবাড়ি

প্রকাশিত: ০৬:০১, ২৩ নভেম্বর ২০১৬

রোহিঙ্গা ইস্যু ॥ পুড়েছে হাজারো ঘরবাড়ি

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলা গুলোতে শুরু হয় সেনা অভিযান। সেনা সহিংসতায় ৮৬ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৬৯ জনকে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বলছে তারা। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিহতের সংখ্যা আরও বেশি। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন এক বার্তায় জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১২শ’র অধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। তবে রাখাইন প্রদেশের পরিস্থিতি আসলে কী, সেটা স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ ঘটছে না। কারণ ওই এলাকায় বিদেশি সাংবাদিকদের নিষিদ্ধ করেছে মিয়ানমার সরকার। দমন-পীড়নের শিকার রোহিঙ্গাদের অনেকে পালাতে বাংলাদেশ সীমান্তে ভিড় জমাচ্ছে। মিয়ানমার সরকার তা অস্বীকার করলেও গত কয়েক দিনে শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সূত্র : ইন্টারনেট
×