ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইতালির জার্সিতে ফিরতে চান বালোতেল্লি

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ নভেম্বর ২০১৬

ইতালির জার্সিতে ফিরতে চান বালোতেল্লি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল ইতালি। জাতীয় দলের জার্সিতে সেটিই ছিল মারিও বালোতেল্লির শেষ ম্যাচ। এরপর দুই বছরেরও বেশি সময় কেটে গেছে। কিন্তু বিশ্বফুটবলের প্রতিভাবান ‘বিতর্কিত’ এই ফুটবলার ছিলেন শুধুই দর্শকের ভূমিকায়। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্পেনের মুখোমুখি হয় ইতালি। কিন্তু তাতেও দলে জায়গা মিলেনি তার। তবে এই সময়টাতে বালোতেল্লি নাকি দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতাও ছিল না- ইতালিয়ান স্ট্রাইকার নিজের মুখেই স্বীকার করেছেন তা। এ প্রসঙ্গে মারিও বালোতেল্লি বলেন, ‘আমাকে নির্বাচিত না করার সিদ্ধান্তটা সঠিক ছিল। কেননা আমি আসলেই যোগ্য ছিলাম না। তবে এটা আমার জন্যই ভাল হয়েছে। কারণ আমি ফিরব সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই।’ গতবার এসি মিলানের হয়ে বাজে পারফর্মেন্সের কারণে সেভাবে খবরের শিরোনাম হয়ে উঠতে পারেননি মারিও বালোতেল্লি। গণমাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য আর আচরণের জন্য তার জুড়ি নেই। চলতি মৌসুমে ফরাসী ক্লাব নিসের হয়ে দারুণ পারফর্মেন্সের জন্য আবারও আলোচনায় ওঠে এসেছেন খ্যাপাটে এই স্ট্রাইকার। নিসের হয়ে চলতি মৌসুমে খেলছেন বালোতেল্লি। এই ক্লাবটির হয়ে অনেক গোল করে নিজের জাত চিনিয়েছেন ইতালিয়ান স্ট্রাইকার। অসাধারণ পারফর্মেন্সের মধ্য দিয়ে আবারও নিজের সেরাটা জানান দেয়ার চেষ্টা করছেন তিনি। ইংলিশ লীগের ক্লাব লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে বালোতেল্লিকে দলে ভেড়ায় নিস। তবে নিজের স্বপ্নের ক্লাবটিতে খেলতে না পেরে অনেক ক্ষোভ রয়েছে তার। বর্তমান কোচ জার্গেন ক্লপের কারণেই এসি মিলান থেকে আবারও লিভারপুলে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায় বলে জানান বালোতেল্লি। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে নিসের ইতালিয়ান স্ট্রাইকার বলেন, ‘ক্লপ কে? আমি তাকে চিনি না। তিনি আমাকে লিভারপুল থেকে ধারে অন্য ক্লাবে খেলতে গিয়ে পরে ফিরতে বলেছেন। আমি তাকে বিদায় দিয়ে ধন্যবাদ জানিয়েছিলাম।’ ২০১০ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন বালোতেল্লি। দুর্দান্ত পারফর্ম করে ইত্তিহাদেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। কিন্তু এই ক্লাবটিতেই পারফর্মেন্সের পাশাপাশি বিতর্কিত নানান কর্মকা-ের জন্ম দিয়ে আলোচনার মধ্যমণি হয়ে পড়েন বালোতেল্লি! এরপর মিলানে দুই বছর কাটিয়ে আবারও প্রিমিয়ার লীগে যোগ দেন তিনি। এবার লিভারপুলে। কিন্তু অলরেডদের বর্তমান কোচ জার্গেন ক্লপের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল না তার। কারণ ইতালিয়ান স্ট্রাইকার নিজেই জানিয়েছেন যে, ‘তার সঙ্গে আমার মাত্র একবার কথা হয়েছে। সেবার আমাকে অন্য কোথাও গিয়ে কঠোর পরিশ্রম করার পর ফেরার কথা বলে।’ তবে মিলান কিংবা লিভারপুল কোথাও নিজেকে খাপ খাওয়াতে পারেননি তিনি। কিন্তু এর জন্য কাউকেই দায়ী করেননি বালোতেল্লি। তার মতে, ‘এর জন্য আসলেই কারও কোন দোষ নেই। প্রকৃতপক্ষে আমার জন্য তারা আদর্শ ছিলেন না।’ ২৬ বছর বয়সী বালোতেল্লি এ সময় আরও বলেন, ‘আমার খেলা এবং আচরণে কখনই কোন ভুল করিনি। কিন্তু আমি ইনজুরিতে পড়েছি। আর সেটা এমন একটা ব্যাপার যার নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না।’ লিভারপুলের শুধু জার্গেন ক্লপের সমালোচনা করলেও ইতালিয়ান ক্লাবের পুরো প্রশাসন নিয়েই সন্দেহের মধ্যে ছিলেন বালোতেল্লি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সমস্যাটা মূলত প্রশাসনে। সেখানে একজন (ক্লাবের সিইও আদ্রিয়ানো) বোধসংক্রান্ত মানুষ আছেন। আর বাকি সকলেই সন্দেহজনক!’ তবে ফরাসী ক্লাব নিসের আবহাওয়া মুগ্ধ-বিমোহিত করেছে বালোতেল্লিকে। যে কারণেই ফরাসী ক্লাবকে বেছে নিলেন তিনি, ‘শুরুতে আমি নিসকে বেছে নিয়েছি মূলত আবহাওয়ার কারণে। আমি স্বস্তিদায়ক এবং সুন্দর জায়গা চেয়েছিলাম। এছাড়া আরেকটি কারণ হলো এখানে তরুণ ফুটবলারদের নিয়ে দারুণ একটি গ্রুপ রয়েছে। আমরা যারা প্রায় সকলেই একই বয়সের।’
×