ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ শুরু বিকেএসপি কাপ আরচারি

প্রকাশিত: ০৫:৫৫, ২৩ নভেম্বর ২০১৬

আজ শুরু বিকেএসপি কাপ আরচারি

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘দি ব্লেজার বিডি বিকেএসপি কাপ আরচারি চ্যাম্পিয়নশিপ।’ এতে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ৮ দলে ৪৭ পুরুষ ও ৩২ মহিলা আরচার অংশ নেবেন। অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা আর্মি আরচারি ক্লাব, এএসপিটিএস আরচারি ক্লাব, বিজিবি, তীরন্দাজ সংসদ, টিম ব্লেজার বিডি, কোয়ান্টাম ফাউন্ডেশন, বিকেএসপি হাই পারফর্মার টিম ও বিকেএসপি। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে একক, দলীয় ও মিশ্র দলীয়তে আরচাররা ১০ স্বর্ণ, ১০ রৌপ্য ও ১০ তাম্রপদকের জন্য লড়বেন। সব খেলা বিকেএসপির ফুটবল গ্রাউন্ড-১ এ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন দি ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান। মঙ্গলবার বিওএর অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু। ১০ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন রাজীব স্পোর্টস রিপোর্টার ॥ ১০ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন এনামুল হোসেন রাজীব। এটা তার তৃতীয় শিরোপা। মঙ্গলবার শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব হারান আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে। রাজীব সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই ২০০৬ সালে। প্রথমবার শিরোপা জিতেছিলেন ১৯৯৭ সালে। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ রাউন্ডের নিয়াজকে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে অপরাজিত থাকেন রাজীব। ১৩ রাউন্ডে রাজীবের জয় নয়টি, ড্র চারটি। ফিদেমাস্টার রেজাউল হকের সঙ্গে শেষ রাউন্ডে ড্র করে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে রানারআপ হন অপর গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। প্রথম বিভাগ হকি স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকিতে মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ৪-১ গোলে হারায় ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের সোহেল, শিহাব ও বাচ্চু গাজী এবং বিজিত দলের তালেব ১টি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে শিশু-কিশোর সংঘ ৫-৩ গোলে হারায় বর্ণক সমাজকে। জয়ী দলের হাসান জোড়া গোল করেন। ১টি করে গোল করেন আসাদুজ্জামান, তানবীর আহদেম ও ওবায়দুল হোসেন। বিজিত দলের রকিবুল ইসলাম জোড়া গোল করেন।
×