ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেডেও আছেন ডুপ্লেসিস

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ নভেম্বর ২০১৬

এ্যাডিলেডেও আছেন ডুপ্লেসিস

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে টানা দুই জয়ে এক টেস্ট আগেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডুপ্লেসিস। বৃহস্পতবিার এ্যাডিলেডে শুরু হতে যাওয়া শেষ টেস্টেও তিনি থাকবেন সেটাই স্বাভাবিক। কিন্তু বিতর্কটা তৈরি হয়েছে বল টেম্পারিং নিয়ে। হোবার্ট টেস্টের ভিডিও দেখে অভিযোগ নিশ্চিত হওয়ার পরও নিষেধাজ্ঞা না দিয়ে দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে কেবল জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি! সেটি নিয়ে চলছে আরেক প্রস্থ বিতর্ক। ওদিকে ঘরের মাটিতে টানা দুই টেস্টে হারের পর কেঁপে উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক, এক সঙ্গে রেকর্ড পাঁচ ক্রিকেটারকে ছেঁটে ফেলা হয়েছে! ডাক পাওয়া নতুন মুখ চারজন। প্রায় তিন বছর পর ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে। যিনি আবার বর্ণান্ধ- অথচ এ্যাডিলেডে অসিদের ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর কঠিন এই ম্যাচটা হবে ডে নাইট! যেন গুরু পাপে লঘু দ-। তদন্তে বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ডুপ্লেসিসকে নিষিদ্ধ না করে জরিমানায় সীমাদ্ধ রাখা হয়েছে। ‘সিদ্ধান্তটা হয়েছে মূলত ভিডিও ফুটেজ এবং অনফিল্ড আম্পায়ার আম্পায়ারের রিপোর্টের ওপর ভিত্তি করে। যেখানে দেখা গেছে, হোবার্ট টেস্টের চতুর্থ দিন ডুপ্লেসিস মুখের লালার মাধ্যমে বলে কৃত্রিম পদার্থ মাখিয়েছেন। যা আইসিসির আচরণ বিধির ২.২.৯ ধারার পরিপন্থী। তার ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হলো।’ বিবৃতি আইসিসির। যার অর্থ শেষ টেস্টে খেলতে বাধা নেই। অথচ এর সর্বোচ্চ শাস্তি হতে পারত এক ম্যাচের নিষেধাজ্ঞা। আচরণবিধির নতুন নিয়মে ডুপ্লেসিসের নামের পাশে ৩টি ডিমেরিটস পয়েন্ট যোগ হয়েছে। টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, ফিল্ডিংয়ে থাকা ডুপ্লেসিস মুখে চুইঙ্গাম পুড়ে তার আঠা বলের ওপর ঘষে দিচ্ছেন! তাৎক্ষণাত বাড়তি সুইংয়ে দক্ষিন আফ্রিকান বোলার অস্ট্রেলিয়ার উইকেটও তুলে নেন। অসি মিডিয়া এটিকে ‘ললিগেট’ কেলেঙ্কারি বলে অভিহীত করে! অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়াদের তালিকায় আছেন উইকেটরক্ষক পিটার নেভিলও। এ্যাডিলেডে তাই দীর্ঘদিন পর ফেরা ওয়েডের খেলাটা নিশ্চিত। কিন্তু বর্ণান্ধ এই ক্রিকেটার ফ্ল্যাডলাইটের আলোয় গোলাপি বলে কেমন করবেন, সেই প্রশ্ন থাকছেই। তাসমানিয়ান তারকা আশাবাদী, ‘গোলাপি বলে গত বছর এ্যাডিলেডে শেফিল্ডের একটি ম্যাচ খেলেছিলাম। টেস্টে এখন কী করি, সেটিই দেখার বিষয়। টেস্টে গোলাপি বলে খেলা হলে আপনাকে অবশ্যই এর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’ বর্ণান্ধ হলেও বিষয়টিকে তিনি মাথা থেকে সরিয়ে রাখতে চান, ‘আমি বিষয়টিকে মাথায় রাখতে চাই না। আমি বলের রং দেখতে পারি। কেবল মাঝেমধ্যে একটু বেশি সময় নিয়ে বলের গতিপথটা বুঝে নিতে হয়! আমি মনে করি কোন সমস্যা হবে না সবকিছু ঠিকঠাক সামলে নেব। এটাও ঠিক, গোলাপি বলও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।’ ২০১৪ সালে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্রিস রজার্স নিজের বর্ণান্ধতার কথা বলে গোলাপি বলের একটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এ্যাডিলেড ওভালে দ্বিতীয়বারের মতো গোলাপি বলে হতে যাচ্ছে ডে নাইট টেস্ট। গত বছর এই মাঠে অনুষ্ঠিত প্রথম দিনরাতের টেস্টে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।
×