ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়ালে নতুন চুক্তি রোনাল্ডোর

প্রকাশিত: ০৫:৫২, ২৩ নভেম্বর ২০১৬

রিয়ালে নতুন চুক্তি রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ মাঝে মধ্যেই গুঞ্জন শোনা গেছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেসব রসালো কথাবার্তার আপাতত অবসান হচ্ছে। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগীজ তারকা। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত সান্টিয়াগো বার্নাব্যুতেই থাকবেন রোনাল্ডো। এখনও অবশ্য পুরো চুক্তির বিষয়টি জানা যায়নি। ধারণা করা হচ্ছে আজ চুক্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে। চুক্তির পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানা যাবে রোনাল্ডোই রিয়ালের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে বহাল আছেন কিনা। গত মৌসুমে ৩১ বছর বয়সী রোনাল্ডোর নৈপুণ্যে লস ব্ল্যাঙ্কোসরা রেকর্ড সর্বোচ্চ ১১ বারের মতো চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করে। পাশাপাশি ২০১৬ ইউরো জিতেছেন নিজ দেশ পর্তুগালের হয়ে। এদিকে রবিবার রাতে স্পানিশ লা লিগায় বার্সিলোনার বিরুদ্ধে মাঠে নামার আগে সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি লিওনেল মেসির উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। চলতি মৌসুমে দারুণ খেলছে সেভিয়া। বর্তমানে তারা পয়েন্ট তালিকার চার নম্বরে। বার্সার বিরুদ্ধে মাঠে নামার আগে চিলির সাবেক কোচ সাম্পাওলি মেসিকে জাদুকর হিসেবে আখ্যায়িত করেন। সাম্পাওলি বলেন, আসলে বর্তমান যুগে দুটি ব্যালন ডি’অর হওয়া উচিত। যার একটি শুধুই মেসির আর অন্যটির জন্য সবাই লড়াই করবে। মেসির প্রশংসা করলেও ম্যাচে তার দলের জয়ের ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। সেভিয়া কোচ বলেন, আমি মনে করি আমরা সঠিক পথেই আছি। আর আমাদের ছেলেরা নিজেদের শতভাগ দিতে পারলে ভাল কিছু সম্ভব। তিনি আরও বলেন, বার্সিলোনা বিশ্বের সেরা একটি দল। তারা শুধু আধিপত্য বিস্তার করেই খেলে না, তাদের আক্রমণভাগে রয়েছে মেসি, সুয়ারেজ ও নেইমারের মতো ভয়ঙ্কর ফুটবলার। তবে আমরা ওদের ভয় পাই না। আমাদের লক্ষ্য জয়। মৌসুম শেষে ভাল অবস্থানে থাকতে চাই।
×