ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এএইচএফ কাপ হকি;###;গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ ম্যাকাও

গ্রুপসেরা হতে আজ বাংলাদেশের প্রয়োজন ড্র

প্রকাশিত: ০৫:৫২, ২৩ নভেম্বর ২০১৬

গ্রুপসেরা হতে আজ বাংলাদেশের প্রয়োজন ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ চারে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এখন বাকি আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা। সেটা নিশ্চিত করতেই বুধবার ‘এএইচএফ’ কাপ হকি প্রতিযোগিতায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলতে নামবে টুর্নামেন্টের হট ফেবারিট বাংলাদেশ। হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে তারা মোকাবেলা করবে ম্যাকাওকে। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে হারায় স্বাগতিক হংকং এবং চাইনিজ তাইপেকে। দুই খেলাতেই বাংলাদেশ জেতে ৪-২ গোলে। এ পর্যন্ত গ্রুপে ২ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ৬। তারা আছে গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ম্যাকাওয়ের পয়েন্টের ভা-ার শূন্য। এখনও কোন জয়ের দেখা পায়নি তারা। এছাড়া হংকং এবং চাইনিজ তাইপের পয়েন্ট ৩। গোল তফাতে এগিয়ে থাকায় হংকংয়ের অবস্থান বাংলাদেশের পরেই। গ্রুপে চার দলের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশই। কেননা টানা দুই ম্যাচ জিতে তারা আগেই নিশ্চিত করেছে শেষ চারে খেলা। এখন তাদের লক্ষ্য গ্রুপসেরা হওয়া। সেক্ষেত্রে ম্যাকাওকে না হারালেও চলবে তাদের। অর্থাৎ ন্যূনতম ড্র করলেই হবে। সেক্ষেত্রে ৩ খেলায় তাদের পয়েন্ট হবে ৭। আর দুর্ঘটনাবশত হেরে গেলেও সমস্যা নেই, কেননা শেষ চারে তারা আগেই চলে গেছে। এদিকে হংকং বা চাইনিজ তাইপের মধ্যে যেকোন একটি দল পারস্পরিক মোকাবেলায় জিতলেও তাদের পয়েন্ট ৩ খেলায় ৬-এর বেশি হবে না। গ্রুপের দুই খেলায় বাংলাদেশ মোট গোল করেছে ৮, হজম করেছে ২টি। সবচেয়ে বেশি গোল করেছেন মামুনুর রহমান চয়ন এবং রাসেল মাহমুদ জিমি। দুজনেই করেছেন ৩টি করে গোল। এছাড়া ১টি করে গোল করেছেন আশরাফুল ইসলাম এবং রোমান সরকার। হংকং এবং চাইনিজ তাইপেকে বাংলাদেশ অতীতে একাধিকবারই হারিয়েছে বড় ব্যবধানে। তবে চলমান টুর্নামেন্টে দল দুটিকে হারালেও তাদের হারাতে রীতিমতো ঘাম ছুটে গেছে বাংলাদেশ দলের। বিশেষ করে তাদের রক্ষণভাগের ত্রুটি কোচ অলিভারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে হংকং-চাইনিজ তাইপের তুলনায় আরও দুর্বল দল ম্যাকাও। ফলে আজকের ম্যাচে বাংলাদেশ দল খেলতে নামবে অনেকটা চাপমুক্ত ও নির্ভার হয়ে। তবে অতি আত্মবিশ^াসও অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। পা কাটতে পারে পচা শামুকেও! তাই দলের জার্মান কোচ অলিভার নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন তার শিষ্যদের। এশিয়া কাপ হকির মূলপর্বের টিকেট পাওয়ার লক্ষ্যেই এ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। সেরা হতে পারলে এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের আসরে খেলতে পারবেন জিমিরা। বাছাইপর্বের এ আসরে বাংলাদেশের রেকর্ড বেশ ভাল। ২০০৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর সবশেষ ২০১২ সালেও শিরোপার স্বাদ পায় তারা। এবারও নিজেদের গ্রুপে ফেবারিট হিসেবে খেলছে অলিভার কার্টজের দল। এ আসরে অংশ নেয়া উপলক্ষে বাংলাদেশ হকি দল জার্মানিতে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প করে। সে সময় পোল্যান্ড এবং অস্ট্রিয়ার বিপক্ষে ৮ প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ (ড্র ৫, হার ৩ ম্যাচে)। তারপর দেশে ফিরে সাভারের বিকেএসপিতে কয়েকদিন অনুশীলনের পর বুধবার রাতে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে হকি দল। এখন দেখার বিষয়, আজকের ম্যাচে ম্যাকাওকে হারিয়ে গ্রুপসেরা হতে পারে কি না লাল-সবুজের দেশ বাংলাদেশ।
×