ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নকআউট পর্ব নিশ্চিত করতে চায় বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৫২, ২৩ নভেম্বর ২০১৬

নকআউট পর্ব নিশ্চিত করতে চায় বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আগের ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ পেয়েছিল বার্সিলোনা। কিন্তু ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় অপেক্ষা বাড়ে কাতালানদের। অবশেষে আবারও সুযোগ সামনে। আজ রাতে স্কটিশ ক্লাব সেল্টিকের বিরুদ্ধেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যেতে পারে বার্সিলোনার। এ লক্ষ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠে নামছেন মেসি, নেইমার, সুয়ারেজরা। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডব্যাচ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচটি জিতলে নকআউট পর্বে চলে যেতে পারে পেপ গার্ডিওলার দলও। ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে দু’টি করে ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে আর্সেনাল ও প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। দল দু’টি আজ রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মর্যাদার দ্বৈরথে মুখোমুখি হচ্ছে। প্যারিসে দু’দলের প্রথম লেগের ম্যাচটি অমীমাংসিত থেকেছিল ১-১ গোলে। ‘বি’ গ্রুপের দুই ম্যাচে লড়বে বেসিকটাস-বেনফিকা ও নেপোলি-ডায়নামো কিয়েভ। ‘ডি’ গ্রুপেও অ্যাটলেটিকো মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। আজ রাতে দল দু’টি ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে। রাশিয়ান ক্লাব রোস্টভ আতিথ্য দেবে জার্মান পরাশক্তি বেয়ার্নকে। আর ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকোর আতিথ্য নেবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। আগের ম্যাচে ম্যানসিটির কাছে হেরে নকআউট পর্বের টিকেট বিলম্বিত হয়েছে বার্সার। তবে আর অপেক্ষা বাড়াতে চায়না স্প্যানিশ পরাশক্তিরা। সেল্টিক হারিয়েই চূড়ান্ত যজ্ঞে যেতে চায় কাতালানরা। দলটির কোচ লুইস এনরিকে বলেন, ম্যানচেস্টার সিটির কাছে হার নিয়ে আমরা ভাবছি না। লা লীগায়ও আমরা পয়েন্ট খুইয়েছি। তবে এসব নিয়ে না ভেবে আমরা জিততে চাই। এই ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত করতে চায় আমরা। দলের সেরা তারকা লিওনেল মেসি অসুস্থতায় ভুগছিলেন। তবে অসুস্থতা কাটিয়ে ইতোমধ্যে দলের অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। এনরিকে জানিয়েচেন, চ্যাম্পিয়ন্স লীগে খেলবেন মেসি। বার্সাকে হারানোর আগে বেশ চাপে ছিল ম্যানসিটি। ম্যাচটির আগে তারা নকআউটে খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে বার্সাকে হারিয়ে দারুণভাবে রেসে ফিরেছে গার্ডিওলার দল। মনশেনগ্লাডব্যাচকে হারাতে পারলে তাদেরও সুযোগ আছে পরবর্তী পর্বে খেলার। এ লক্ষ্যে দলকে তৈরি করছেন সিটি কোচ। এই ম্যাচে সিটির হয়ে খেলতে পারেন ইয়াইয়া তোরে। এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের কোন ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি আইভরিকোস্ট তারকা। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে তোরের দুই গোলেই সিটি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। আর সেই ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতেই অভিজ্ঞ এই আইভরিকোস্টের তারকার ওপর আস্থা রাখতে চাচ্ছেন গার্ডিওলা। তোরের দারুণ প্রত্যাবর্তন প্রসঙ্গে গার্র্ডিওলা বলেন, অবশ্যই এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তাছাড়া এখনও আমরা নক আউট পর্ব নিশ্চিত করিনি। চ্যাম্পিয়ন্স লীগে এগিয়ে যাওয়ার জন্য সেরা খেলোয়াড়দেরকেই বেছে নেয়া হবে। এখানে সিদ্ধান্ত আমিই নিব। হয়ত আমার ভুল হতে পারে। কিন্তু যারা আমার সঙ্গে একমত হবেন না তাদের মতামতকেও আমি শ্রদ্ধা করি। আমি গত মাসেও তোরের সঙ্গে আলাপ করেছি। কারণ বার্সিলোনায় সে আমার খেলোয়াড় ছিল। আমি তাকে বেশ ভালভাবে চিনি। সে কেমন খেলোয়াড় সেটাও আমার জানা আছে। একজন খেলোয়াড় হিসেবে তার যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই। আশা করছি সে আস্থার প্রতিদান দিতে পারবে। এই ম্যাচের মধ্য দিয়ে আবারও জার্মানিতে ফিরছেন গার্ডিওলা। আজ রাতে সবার দৃষ্টি থাকবে মেসুত ওজিল, এ্যান্টোনিও গ্রিজম্যান ও রবার্ট লেভানডোস্কির দিকে। এই তিন তারকা সাম্প্রতিক সময়ে ক্লাবের হয়ে যেমন আলো ছড়াচ্ছেন তেমনি দেশের জার্সিতেও স্বমহিমায় উজ্জ্বল। চ্যাম্পিয়নন্স লীগ ফুটবলে সবশেষ পর্বের ম্যাচে নিজ নিজ ক্লাবের হয়ে আরেকবার এ স্বাক্ষর রেখেছেন তারা। তিনজনই ছিলেন দলের জয়ের রূপকার। এবারও তাই এ তিনজনের দিকে দৃষ্টি থাকছে ফুটবলপ্রেমীদের।
×