ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষুধার যন্ত্রণায় প্লাস্টিকের সুতা!

প্রকাশিত: ০৫:৫০, ২৩ নভেম্বর ২০১৬

ক্ষুধার যন্ত্রণায় প্লাস্টিকের সুতা!

সম্প্রতি একদল চিকিৎসক তীব্র পেটের পীড়ায় ভোগা এক বৃদ্ধ নারীর অস্ত্রোপচার সম্পন্ন করেন এবং তারা ওই নারীর পেটে প্লাস্টিকের সুতা পেয়ে হতবাক হয়ে যান। ওই নারী খাবারের অভাবে প্লাস্টিকের সুতা খেতেন। ভারতের হিমাচল প্রদেশের সিরমাউর জেলায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা বোবা ও বধির নারী তারা দেবীকে (৫২) সম্প্রতি ব্যথায় কাতরাতে দেখে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা কয়েকটি পরীক্ষা করার পর তার পাকস্থলিতে পেঁচানো গোলাকার বস্তু লক্ষ্য করেন। তারা প্রথমে ধারণা করেন, এগুলো চুল হতে পারে। চিকিৎসকরা অবিলম্বে এগুলো অপসারণে অপারেশনের সুপারিশ করেন। তারা প্রথমে চুল ভেবে অপারেশনের সময় দেখেন তা আসলে প্লাস্টিকের ব্যাগের সুতা। কিছু সুতা ছিল সাত ফুট দীর্ঘ। এগুলো ওই বৃদ্ধা নারীর পেটের ভেতর পাখির বাসার মতো জমাট বেঁধেছিল। শুনতে ও কথা বলতে না পারা ওই নারীর পেটে কিভাবে এসব প্লাস্টিকের সুতা গেল তার পেছনে রয়েছে করুণ কাহিনী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তি জানান, তারা দেবী খুবই দরিদ্র। তার আপন কেউ নেই, নেই কোন সামাজিক সাপোর্ট। তিনি ক্ষুধার যন্ত্রণায় কয়েক বছর ধরে প্লাস্টিকের সুতা ও ব্যাগ খেয়ে আসছিলেন। একপর্যায়ে তার আর কোন ক্ষুধা লাগত না এবং হাত-পা ফুলে উঠতে থাকে। এ বছরের জুলাই থেকে তারা দেবী শুধু পানি খেতে পারতেন। সৌভাগ্যবশত তার পাকস্থলির প্লাস্টিক অপসারণ করতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তার অবস্থার উন্নতি হচ্ছে। -অডিটি সেন্ট্রাল
×