ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্ধান মিলল সিলেট থেকে নিখোঁজ নেপালী ছাত্রের

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ নভেম্বর ২০১৬

সন্ধান মিলল সিলেট থেকে নিখোঁজ নেপালী ছাত্রের

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ নেপালী ছাত্র সাওগত গেওয়ালির সন্ধান পাওয়া গেছে। ঐ ছাত্রের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারতের কলকাতায় চলে যাওয়ার বিষয়টি ঢাকা হযরত শাহজালাল (র.) বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গেওয়ালি ঐ মেডিক্যালের শেষ বর্ষের ছাত্র ও নেপাল কাইনালি টিকারপুর-৯ এলাকার বাসিন্দা রামপ্রসাদের ছেলে। গত ৯ নবেম্বর রাতে নর্থ ইস্ট মেডিক্যালের ৫ম বর্ষের ছাত্র গেওয়ালি নিখোঁজ হয়। ১০ তারিখ ডমেস্টিক ফ্ল্যাইটে সে ঢাকায় যায়। ওই দিন সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সে কলকাতায় চলে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ ২১ নবেম্বর সন্ধ্যায় তাদের আনুষ্ঠানিকভাবে কাগজপত্র দিয়েছে। নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের সিকিউরিটি ইনচার্জ আব্দুল আহাদ ১৬ নবেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ১০ নবেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় হোস্টেল সুপার অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে পরিদর্শনে যান। ছাত্রাবাসের রূপসা ভবনের একটি কক্ষে সে একা থাকত। এ সময় বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ৫ম বর্ষের নেপালের শিক্ষার্থী সাওগত গেওয়ালি কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়।
×