ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গঞ্জু আরার কিডনি প্রতিস্থাপনে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৫:৩২, ২৩ নভেম্বর ২০১৬

গঞ্জু আরার কিডনি প্রতিস্থাপনে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ কিডনি রোগে আক্রান্ত গঞ্জু আরার (৪০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। দশ বছর ধরে তিনি এ রোগে ভুগছেন। বর্তমানে তাকে সপ্তাহে দু’বার ডায়ালাইসিস দেয়া হচ্ছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু গঞ্জু আরার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের উত্তর জামসিং মহল্লার (বাসা নং- ৯/৭/এ) বাসিন্দা গঞ্জু আরার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে স্বল্প বেতনে কাজ করেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। বর্তমানে ডায়ালাইসিস, ওষুধপত্র ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ চিকিৎসার জন্য প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য গ্রহণ ছাড়াও তাকে এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে অনেক টাকা ঋণ নিতে হয়েছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, গঞ্জু আরার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসা সহায়তা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৬৭৮-৮৩৭০৪৫(বিকাশ)। সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, মিরপুর শাখা (অনলাইন), ঢাকা, হিসাব নং- ১১৫.১০১.২০১৮২৫। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×