ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আকাশচুম্বী মন্দির

প্রকাশিত: ০৫:৩১, ২৩ নভেম্বর ২০১৬

আকাশচুম্বী মন্দির

ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু উপাসনালয়ে নির্মাণ কাজ চলছে। এর উচ্চতা হবে সাত শ’ ফুট। উত্তর প্রদেশে বৃন্দাবন চন্দ্রোদয় নামের এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হলে এটি ভ্যাটিকান সিটির চার্চ সেন্ট পিটার্সের চেয়ে বড় এবং জার্মানির চার্চ উলম ম্নিস্টারের থেকেও উঁচু হবে। ভারতীয় প্রতিষ্ঠান ইনজিনিয়াস স্টুডিও ও নির্মাণ কনসালট্যান্ট টর্টন টমাসেটি এই মন্দিরের নক্সা তৈরি করেছেন। এটিকে শুধু মন্দির বললে কম হবে। এটিকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখানে একটি থিম পার্ক থাকবে। এই মন্দির হবে ৭০তলাবিশিষ্ট। দূর থেকে দেখলে অনেকটা রকেটের মতো মনে হবে। মন্দিরটিতে একটি ক্যাপসুল ধাচের লিফ্ট থাকবে। এটি দর্শকদের অনেক উঁচুতে পর্যবেক্ষণে ডেকে নিয়ে যাবে। মন্দিরটির চারপাশে ৩০ একর জায়গাজুড়ে বন থাকবে। বর্তমানে এই মন্দিরের ফাউন্ডেশনের কাজ চলছে। এই ফাউন্ডেশনের গভীরতা হবে ১৮০ ফুট। মন্দিরটির কলাম হবে ৫১১টি। আগামী বছরের মার্চে এর নির্মাণ কাজ শেষ হবে। মন্দিরের আশপাশে সকল প্রকার সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষ করে কিছু ভবন নির্মাণ করা হবে, যেগুলো বিক্রি করে মন্দিরের নির্মাণ ব্যয় মেটানো হবে। এছাড়া এর খরচ যোগাতে ভক্তদের কাছ থেকেও অর্থ নেয়া হবে। -সিএনএন
×