ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ জন ঢামেকে ভর্তি

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুন ॥ দগ্ধ ৩২, আহত ৭

প্রকাশিত: ০৫:২৯, ২৩ নভেম্বর ২০১৬

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় আগুন ॥ দগ্ধ ৩২, আহত ৭

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ নবেম্বর ॥ আশুলিয়ায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাসহ ৭ জন আহত ও ৩২ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় ‘ক্যালার ম্যাচ বিডি লিমিটেড’ কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, ওই কারখানায় বিকেল ৪টার দিকে হঠাৎ আগুন লাগে। ভেতরে উচ্চ দাহ্য ক্ষমতাসম্পন্ন বস্তু থাকায় আগুন দ্রুত পুরো টিনশেড কারখানাটিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এ সময় বেশ কয়েকজন নারী শ্রমিককে দগ্ধ অবস্থায় কারখানা থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসসহ অন্যান্য স্থানের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হয় জিরোবো-বিশমাইল সড়কের যান চলাচল। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকা-ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুলসহ ৭ জন আহত ও ৩২ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। অবস্থা গুরুতর হওয়ায় দগ্ধ ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। অন্যদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকা-ের সঠিক কারণ ও কারখানার ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
×