ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:২৯, ২৩ নভেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন বুধবার। সকাল সোয়া দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হয়ে পৌনে এগারোটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা এগারোটা ২০ মিনিটে হযরত শাহজালাল (রহ) ও পৌনে বারোটায় হযরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে বেলা এগারোটা ৫৫ মিনিটে জালালাবাদ সেনানিবাসের উদ্দেশে যাত্রা শুরু করবেন। দুপুর বারোটা ২০মিনিটে জালালাবাদ সেনানিবাসে প্রবেশ করে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দফতর, ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন, নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় সেখান থেকে রওনা হয়ে বিকেল চারটায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। শহরতলীর বিভিন্ন স্থানেও শোভা পাচ্ছে সুসজ্জিত তোরণ। পক্ষকাল যাবত প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চলছে প্রচার অভিযান। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য ব্যস্ত সময় অতিবাহত করছেন। জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার কারণে হঠাৎ করে আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা স্থগিত ঘোষণা করা হয়। সকল প্রস্তুতি সম্পন্ন করার পর জনসভা স্থগিত হওয়ায় নেতাকর্মীদের আনন্দে ভাটা পড়ে যায়।
×