ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনাকে নিচে নামাল রংপুর

প্রকাশিত: ০৫:২৯, ২৩ নভেম্বর ২০১৬

খুলনাকে নিচে নামাল রংপুর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চট্টগ্রাম পর্বও শেষ হয়ে গেল। মঙ্গলবার রংপুর রাইডার্সের শীর্ষস্থানে ওঠা দিয়ে এ পর্বের সমাপ্তি ঘটল। খুলনা টাইটান্সকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে উঠল রংপুর। চট্টগ্রাম পর্বে বাজিমাত করেছে রংপুর। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। মঙ্গলবার খুলনার করা ১২৫ রান ১ ওভার বাকি থাকতেই এই রান অতিক্রম করে রংপুর। প্রথম লেগে যেমন খুলনাকে ৪৪ রানে অলআউট করে দিয়ে বড় জয় তুলে নিয়েছিল রংপুর, ফিরতি লেগেও তাই করল। আর তাতে করে হ্যাটট্রিক জয় পেল রংপুর। পয়েন্ট তালিকার শীর্ষে উঠে চট্টগ্রাম পর্বও শেষ করল। চট্টগ্রাম পর্ব শেষে রংপুর ও রাজশাহী ছাড়া সবদলই ৭ ম্যাচ করে খেলেছে। শুধু চিটাগাং ভাইকিংস খেলেছে ৮ ম্যাচ। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রংপুর। পরের অবস্থানে সমান পয়েন্ট নিয়ে খুলনা আছে দ্বিতীয় স্থানে। রানরেটে রংপুরের (+০.৭৫৭) চেয়ে অনেক পিছিয়ে আছে খুলনা (-০.২৮২)। আর তাই শীর্ষস্থানে উঠে গেছে রংপুর। খুলনা ৭ ম্যাচে ৫ জয়ের ১০ পয়েন্ট পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস মুখোমুখি হয়। এ ম্যাচটির আগে ঢাকা ডায়নামাইটস পয়েন্ট তালিকার তিন নম্বর স্থানটিতে আছে। দলটিতে ৭ ম্যাচে ৪ জয়ের ৮ পয়েন্ট নিয়ে এ স্থানে রয়েছে। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা চিটাগাং কিংবা পঞ্চম স্থানে থাকা বরিশাল, যে দলই জিতুক; ঢাকার সমান ৮ পয়েন্ট হবে। কিন্তু কোন দলই রানরেটে ঢাকাকে পেছনে ফেলতে পারবে না। আর তাই চিটাগাং জিতলে চতুর্থ স্থান বজায় রাখবে। আর বরিশাল জিতলে পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে আসবে। দুই দল রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স পয়েন্ট তালিকার তলানিতেই আছে। সেই স্থান চট্টগ্রাম পর্ব শেষেও বজায় থাকছে। রাজশাহী ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। আর কুমিল্লা ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতে আছে পয়েন্ট তালিকার সর্বনিম্ন, সপ্তম স্থানে। ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রংপুর। এতেই সন্তুষ্ট নয় রংপুর। দলের হার্টহিটার ব্যাটসম্যান জিয়াউর রহমান যেমন বলেছেন, ‘এখন আমরা টপে আছি। কিন্তু এখনও আমাদের ছয়টা ম্যাচ বাকি। এখনও বহু পথ বাকি। আমরা ‘ম্যাচ বাই ম্যাচ’ পরিকল্পনা করছি। আমাদের কোচ-ম্যানেজমেন্ট যে পরিকল্পনা দিচ্ছে আমরা সেভাবে এগোচ্ছি। আমাদের বোলার, ব্যাটসম্যানরা খুব ভাল করছে।’ খুলনাও ভাল অবস্থানে আছে। এরপরও চিন্তিত খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার ম্যাচ শেষে বলেছেন, ‘অবশ্যই চিন্তিত। কারণ এখন আমরা টুর্নামেন্টের আরও ভেতরে যাচ্ছি। টপ অর্ডার ব্যাটিংটা নিয়ে একটু চিন্তিত। বেশ কয়েকটা ইনিংসে আমরা ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছি। কিন্তু কোনটাতেই কাজ হচ্ছে না।’ তবে আশাবাদী মাহমুদুল্লাহ, ‘আমি এখনও আশাবাদী। একটা ম্যাচে যদি আমরা ভাল শুরু পাই তাহলে টপঅর্ডার ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসটা বাড়বে।’
×